Breaking News
Home / দক্ষিণ বঙ্গ / স্কুল থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাথমিক শিক্ষকের, গুরুতর আহত পাঁচজন

স্কুল থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাথমিক শিক্ষকের, গুরুতর আহত পাঁচজন

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: নিত্যদিনের যাতায়াত। বাড়ি থেকে অনেক দূরে স্কুল। ফলে প্রাইভেট গাড়ি ভাড়া করা ছিল। প্রতিদিন তাতে করেই স্কুলের পথে রওনা দিতেন জঙ্গলমহলের ছাতনা দক্ষিণ চক্রের প্রাথমিক স্কুল শিক্ষকেরা। কিন্তু গতকাল দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি ফলে মৃত্যু হল এক জনের এবং গুরুতর আহত পাঁচজন।

গান গিয়েছে, ওন্দার কাছে বিকাল সাড়ে তিনটা নাগাদ শিক্ষকদের গাড়ীটির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ীতে ছিলেন মোট ৮ জন শিক্ষক। গুরুতর আহত অবস্থায় ড্রাইভার সহ পাঁচজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে শিক্ষক সুমন মল্লিককে দুর্গাপুর মিশন হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাবার সময়, রাস্তাতেই তিনি মারা যান। আহত শিক্ষকদের চিকিৎসা চলছে, তবে তাঁদের অবস্থাও যথেষ্ট গুরুতর। 

এই ঘটনায় গভীর শোক নেমে এসেছে এলাকা জুড়ে। সহকর্মীরা বলছেন, রাজ্য সরকার যদি জেনারেল ট্রান্সফার বন্ধ করে না দিত, তবে হয়ত এভাবে কাউকে মৃত্যুর মুখে পড়তে হত না। 

Check Also

একই সঙ্গে চারজন ভারতীয় বংশোদ্ভূত জয়ী হলেন মার্কিন মুলুকে, সৃষ্টি হল ইতিহাস!

নিউজ ডেস্ক: জয়জয়কার ভারতীয়দের! একই সঙ্গে চার জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মুলুকে প্রাদেশিক ও স্থানীয় …

WBCS 2020: কিভাবে প্রস্তুতি নেবেন? কি বই পড়বেন? জেনে রাখুন বিস্তারিত!

নিউজ ডেস্ক: WBCS অফিসার হওয়া যেন রাজ্যের বেশির ভাগ চাকুরী প্রার্থীদের কাছে স্বপ্ন। পশ্চিমবঙ্গ সরকারের …

ন্যায্য বেতন সহ কয়েক দফা দাবি নিয়ে আজ বড় শিক্ষক বিদ্রোহ দেখতে চলেছে রাজ্য বাসী!

নিউজ ডেস্ক: আবার পথে নামতে চলছেন রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা। আজ ‘কোলকাতা চলোর’ ডাক …

বড় ধাক্কা বিজেপির, মহারাষ্ট্রে সরকার গড়বে তারাই জানিয়ে দিল শিবসেনা!

নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে সরকার গড়বে তাঁরাই, জানিয়ে দিল শিবসেনা। ফলে মারাঠা ভূমিতে খুব বড় ধাক্কা …

বাগান্ডা হোমের ১২৫ জন দুঃস্থকে শীতবস্ত্র প্রদান করল দক্ষিনডিহি মা সারদা একাডেমী

নিউজ ডেস্ক: মানুষ মানুষের জন্য। একজন মানুষের বিপদে আর এক জন মানুষ পাশে না দাঁড়ালে …

দিতে হবে না কোনো লিখিত পরীক্ষা, কেবল পদোন্নতির মাধ্যমেই হবে প্রধান শিক্ষক পদে নিয়োগ!

নিউজ ডেস্ক: আর নয় লিখিত পরীক্ষা, এবার নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে পদোন্নতির মাধ্যমেই হওয়া যাবে …

শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: অবশেষে শারীর শিক্ষা ও কর্ম শিক্ষা বিষয়ের শিক্ষক পদের চাকরি প্রার্থীদের জন্য কিছুটা …