Breaking News
Home / কোলকাতা / সিপিএমের স্লোগান চুরি করার অভিযোগ উঠল, বিজেপির বিরুদ্ধে

সিপিএমের স্লোগান চুরি করার অভিযোগ উঠল, বিজেপির বিরুদ্ধে

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোটের কাউন্ট ডাউন। বিভিন্ন দল বিভিন্ন এজেন্ডা নিয়ে এগিয়ে চলছে। এর মধ্যে চরম বিড়াম্বনাই পড়তে হল বিজেপিকে। কিছুদিন আগেই বিজেপি লোকসভা ভোটের থিম সং প্রকাশ করে। আর গোল বেধেছে সেখানেই। অভিযোগ উঠেছে সিপিএমের স্লোগান চুরি করে থিম সং তৈরি করেছে বিজেপি। এই গানের গায়ক ও সুরকার হলেন বাবুল সুপ্রিয়। এব্যাপারে বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করলে, তিনি ঘটিনাটি স্বীকার করে নেন। তবে কোনও অনৈতিক কাজ করেছেন বলে মনে করছেন না এই সাংসদ। মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় এমনই জানিয়েছেন তিনি। মঙ্গলবার আসানসোলে এই নিয়ে বাবুল বলেন, ‘অনেকে বলছেন বিজেপির গানে আমি এসএফআই এর স্লোগান ব্যবহার করেছি। এতে কোনও সমস্যা আছে বলে আমি মনে করি না। আমি আমার গানে সমস্ত বিরোধীদের কণ্ঠকে সামিল করার চেষ্টা করেছি।’

‘ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল’ শীর্ষক এই গানে রাজ্য সরকারের তুমুল সমালোচনা করা হয়েছে। গানটিতে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই -এর একাধিক স্লোগান ব্যবহার হয়েছে বলে অভিযোগ ওঠে সোশ্যাল সাইটে।

বিজেপির এই থিম সং-এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে বলে আসানসোল থানায় বাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে শাসক দল তৃণমূল। তৃণমূলের অভিযোগ গায়ে না মেখে বাবুল বলেন, ‘পুরো গানের বিরুদ্ধে অভিযোগ না তুলে কোন কোন লাইনে আপত্তি তা জানান তৃণমূল নেতারা। তাতে আমাদের সুবিধা হবে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে।’

Check Also

ভারতে আরও ১৯৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মোট আক্রান্ত ৯৩৩, মৃত ২০

নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনে …

সমাজসেবী সংগঠন ‘ইমসে’ এর উদ্যোগে চলছে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা অভিযান ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সমাজসেবী সংগঠন ইমসে এর ডিরেক্টর ডঃ উজ্জ্বয়নী হালিমের উদ্যোগে বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর …

করোনা আপডেট: বিনামূল্যে চার লক্ষ্য গৃহহীন ও অভাবী মানুষকে খাবার দেবে দিল্লি সরকার

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন। ফলে প্রবল …

ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ১৩৬, মৃত বেড়ে ২০, সেরে উঠেছেন ৭৩ জন

নিউজ ডেস্ক: এই মূহুর্তে ইতালি বা চীন কে ছাপিয়ে গিয়েছে আমেরিকার আক্রান্তের সংখ্যা। মৃত্যু মিছিল …

ব্রেকিং: করোনাতে আক্রান্ত হলেন খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

নিউজ ডেস্ক: গোটা ইউরোপেই খুব খারাপ ভাবে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এটা এখন গোটা বিশ্বজুড়েই …

এক লাফে বেড়ে গেল ১১৯, ভারতে করোনা পজিটিভের সংখ্যা দাঁড়াল ৭২৭, মৃত ২০

নিউজ ডেস্ক: এই মুহূর্তে ভারত করোনাভাইরাস সংক্রমণ স্টেজ থ্রি-তে না পৌঁছলেও, তা যে কোনও সময় …

করোনা আক্রান্তের সংখ্যা হিসাবে সবাইকে ছাপিয়ে গেল আমেরিকা, একদিনেই মৃত্যু হয়েছে ২০০ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যার হিসাবে এবার চিন, ইতালিকে ছাড়িয়ে গেল ট্রাম্পের …