Breaking News
Home / পশ্চিমবঙ্গ / শিশু শিক্ষাকেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন বৃদ্ধির অর্ডার বের হলো আজ

শিশু শিক্ষাকেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন বৃদ্ধির অর্ডার বের হলো আজ

নিউজ ডেস্ক: অবশেষে পঞ্চায়েতের শিশু শিক্ষাকেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের বেতনবৃদ্ধির অর্ডার বের হলো আজ। এত দিন এসএসকে-র সহায়ক-সহায়িকাদের বেতন ছিল ৫৯৫৪ টাকা। তা বেড়ে হল ১০ হাজার। এসএসকে-র মুখ্য সহায়ক ও মুখ্য সহায়িকার বেতন ছিল ৫৯৫৪ টাকা। সেটা বাড়িয়ে ১০,৩৪০ টাকা করা হয়েছে। অন্য দিকে, এমএসকে-র সম্প্রসারক ও সম্প্রসারিকাদের বেতন ছিল ৮৯৩০ (যাঁরা পাশ স্নাতক) এবং ৯৬৭৫ (যাঁরা অনার্স স্নাতক) টাকা। এখন তাঁদের সকলেরই বেতন বেড়ে হল ১৩,০০০। মুখ্য সম্প্রসারক ও মুখ্য সম্প্রসারিকার বেতন ছিল ১০৪১৯ টাকা। তাঁদের বেতন বাড়িয়ে ১৪,০০০ টাকা করা হয়েছে। এসএসকে এবং এমএসকে-র অ্যাকাডেমিক সুপারভাইজারেরা ৭৪৪২ টাকা বেতন পেতেন। তা বেড়ে হল ১২,৫০০। ২০১৯ সালের ১লা এপ্লিল থেকে এরিয়ার সহ এ মাসেই বর্ধিত বেতন তারা হাতে পাবেন৷ 

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের দীর্ঘ ৩ মাসের ধারাবাহিক লড়াই আন্দোলন পর পর ২ বার ১৪ দিনের ধর্ণা, বিকাশভবন অভিযান, বিধানসভা অভিযান ১৪৪ জন শিক্ষিকার গ্রেপ্তারের ফলে গত ২৯ শে জুলাই শিক্ষাদপ্তরের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ঘোষণা মতে দীর্ঘ ৮ বছর পরে পঞ্চায়েতের শিশুশিক্ষাকেন্দ্র ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের বেতনবৃদ্ধির অর্ডার হলো৷

আন্দোলনের ফলে এবছরই তারা জীবনের প্রথমবার বোনাস পেয়েছেন৷ মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা ও সমহারে দ্রুত বেতন পাবে। জানা যাচ্ছে, অন্যান্য সুবিধাসহ পঞ্চায়েত ও পৌরদপ্তর থেকে শিক্ষাদপ্তরে দ্রুত অন্তর্ভুক্তিকরনের বিজ্ঞপ্তিও এমাসেই প্রকাশিত হবে৷

Check Also

যুদ্ধে জিততে গেলে কখনো কখনো রণকৌশল পরিবর্তন করতে হয়, বলছেন পার্শ্ব শিক্ষকেরা

নিউজ ডেস্ক: ন্যায্য বেতন এবং নির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ …

TGT বেতনক্রম ও CAS সুবিধার দাবিতে সম্পন্ন হল BGTA হাওড়া জেলা কমিটির সাধারণ সভা

৬ই ডিসেম্বর, ২০১৯, দাশনগর: হাওড়া জেলার সরকার পোষিত বিদ্যালয়ের গ্রাজুয়েট শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সর্বভারতীয় স্তরে প্রচলিত টিজিটি …

ফের পিছিয়ে গেল এসএসসির আপার প্রাইমারি মামলার শুনানি

নিউজ ডেস্ক: পিছিয়ে গেল শুনানি! আজ কলকাতা হাকোর্টে আপার প্রাইমারীর শিক্ষক নিয়োগ মামলার শুনানির ডেট …

পার্শ্ব শিক্ষকরা ভয়কে জয় করেছে, নির্দিষ্ট বেতন কাঠামো ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ভগীরথ ঘোষ

নিউজ ডেস্ক: ন্যায্য বেতন এবং নির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ …

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার দাবিতে কলকাতা অভিযানের ডাক গৃহ শিক্ষকদের!

নিউজ ডেস্ক: শিক্ষার অধিকার আইন অনুসারে স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করতে পারবেন না। এ রাজ্যেও …

শোকজ নোটিশ যেন বাড়িয়েছে মনোবল, অনশন মঞ্চ হয়ে উঠছে জন জোয়ার!

নিউজ ডেস্ক: ন্যায্য বেতন এবং নির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ …

আপার প্রাইমারিতে দুর্নীতির অভিযোগ তুলে নজরকাড়া মিছিল ও ধর্ণা কর্মসুচী হবু শিক্ষকদের

নিউজ ডেস্ক: দীর্ঘ পাঁচ বছর রাজ্যের স্কুলগুলোতে উচ্চ প্রাথমিক স্তরে কোনো নিয়োগ হয়নি। ফলে শিক্ষকের …

Leave a Reply

Your email address will not be published.