Breaking News
Home / কোলকাতা / শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিনিধিদের সাথে পৌরমন্ত্রী ও মাদ্রাসা পৌরমন্ত্রীর বৈঠক

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতিনিধিদের সাথে পৌরমন্ত্রী ও মাদ্রাসা পৌরমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক: শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের দীর্ঘ ধারাবাহিক আন্দোলনের ফলে রাজ্যের ৭০ হাজার এসএসকে/ এমএসকে/ একাডেমিক সুপারভাইজর/ মাদ্রাসা ও পৌরসভার শিক্ষকদের দীর্ঘ ৮ বছর পরে বেতনবৃদ্ধি হয়েছে। জীবনে প্রথমবার বোনাস পেয়েছে৷ পঞ্চায়েতের SSK/ MSK/ AS শিক্ষকরা বর্ধিত বেতন এরিয়া সহ পেয়েছে এবং পঞ্চায়েত দপ্তর থেকে শিক্ষাদপ্তরে অন্তর্ভুক্ত হয়েছে৷

কিন্তু মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকারা বর্ধিত ভাতা/ বেতন পাননি৷ মাদ্রাসার শিক্ষকদের বর্ধিত বেতনের জন্য ফাইল অর্থ দপ্তরে পাঠিয়ে এমাসেই অর্ডার হয়ে যাবে৷

পৌরসভার শিক্ষক শিক্ষাকাদের গত মাসে বকেয়া ৫% ইন্ক্রিমেন্টের অর্ডার হয়েছে ৷ আজ পৌর মন্ত্রী জানিয়েছেন পৌরসভার শিক্ষক শিক্ষিকা একই হারে বেতন সহ অন্যান্য সুবিধা দ্রুত পাবেন৷ দপ্তরের প্রধান সচিব ছিলেন এই বৈঠকে সেখানে বর্ধিত বেতন সহ অন্যান্য সুয়োগ সুবিধা যেমন তারা পোশাক, জুতো, সহ অবসরকালীন ভাতা এবং শিক্ষাদপ্তরে অন্তর্ভুক্ত সহ মাস পয়লা বেতনের কথা ঘোষনা করলেন৷

দীর্ঘ ৮ বছর পরে আন্দোলনের মাধ্যমে যে দাবি আদায় হয় তা প্রমানিত হলো৷ আগামি দিনে সমকাজে সমবেতন, নির্দিষ্ট বেতন কাঠামো সহ অন্যান্য দাবিতে আন্দোলন জারী থাকবে৷

শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ অরাজনৈতিক সংগঠন পেশাগত দাবীতে শাসকের চোখে চোখ রেখে দাবি আদায় করতে জানে৷

আগামি ৫ই জানুয়ারী সকাল ১১ টায় পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর হলে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ১৯ তম জেলা সম্মেলন৷

Check Also

স্টাফ প্যাটার্ন বিভ্রাট সহ একাধিক দাবির সমাধানের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী!

নিউজ ডেস্ক: স্টাফ প্যাটার্ন সহ একাধিক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের …

দয়া করে ঘরে বসে থাকবেন না, চলে আসুন, আগামী চার-পাঁচ দিন হয়তো আমাদের জন্য আনবে আলো, কাতর আবেদন আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকদের!

নিউজ ডেস্ক: ন্যায্য বেতন এবং নির্দিষ্ট বেতন কাঠামোরদাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে ধর্ণা এবং অনশন …

‘ওঁদের শুভবুদ্ধির উদয় হোক, ওঁরা ভুল করছে, এটা ওঁদের স্বাস্থ্যর পক্ষেও ভালো না’, পার্শ্বশিক্ষকদের অনশন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: অবিলম্বে তাঁদের সহকারী শিক্ষকের মর্যাদা দিতে হবে এবং ভাতা দেওয়ার পরিবর্তে বেতন কাঠামোয় …

আমাদের তো রিজার্ভ ব্যাংক নেই, যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিচ্ছি: পার্থ চট্টোপাধ্যায়

নিউজ ডেস্ক: অবিলম্বে তাঁদের সহকারী শিক্ষকের মর্যাদা দিতে হবে এবং ভাতা দেওয়ার পরিবর্তে বেতন কাঠামোয় …

শুরু হয়ে গেল লাগাতার অনশন কর্মসূচি, বড় ঘোষণা পার্শ্ব শিক্ষকদের!

নিউজ ডেস্ক: একাধিক দাবিদাওয়া নিয়ে অনেক দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। প্রাথমিক ও উচ্চ …

আপারের নিয়োগ দুর্নীতি এবং আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক!

নিউজ ডেস্ক: কিছুদিন আগেই প্রকাশ হয়েছিল আপার প্রাইমারীর প্রভিশোনাল মেধা তালিকা। চাকুরী প্রার্থীরা বলছেন চরম …

পার্শ্ব শিক্ষকদের আন্দোলন যেন জন সমুদ্র: ভাতা নয় চাই বেতন কাঠামো, উঠছে কাঠমানি খাওয়ার অভিযোগ!

নিউজ ডেস্ক: পার্শ্বশিক্ষকদের একাধিক দাবিদাওয়া নিয়ে আন্দোলন চলছে অনেক দিন ধরেই। রাজ্য জুড়ে প্রাথমিক ও …

Leave a Reply

Your email address will not be published.