নিউজ ডেস্ক: সদ্যই হাতছাড়া হয়েছে মহারাষ্ট্র। এবার রাজস্থানেও বড় ধাক্কা খেল বিজেপি। রাজস্থানের পুরসভা ভোটেও ব্যাপক ধাক্কা খেল গেরুয়া শিবির। রাজ্যের মোট ৪৯টি পুরবোর্ডের মধ্যে ৩৬টি পুরসভাই দখলে নিল ক্ষমতাসীন কংগ্রেস। বিজেপি পেয়েছে মাত্রছে ১২ টি পুরসভা। এছাড়া কংগ্রেসের সমর্থনে জয় পেয়েছেন জয়সলমীরে জয় পেয়েছেন এক নির্দল প্রার্থী।
পর পর বিভিন্ন রাজ্যে ফল বেহাল হওয়া নিয়ে চিন্তায় গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী অশোক গেহলট কংগ্রেসের বিপুল সফলতায় জন্য নতুন নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন।