বিশ্ব বার্তা: শুরু হয়েছিল আসামে। সেখানে ১৯ লক্ষ মানুষ ভারতীয় নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেননি। এরপর বিজেপি সভাপতি অমিত শাহ সারা দেশেই এনআরসি চালু করার কথা বলেন। এরাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষও বারবার এনআরসি চালু করার কথা বলছেন।
এবার রাজধানী দিল্লিতেও জাতীয় নাগরিকপঞ্জির দাবি তুলেছিলেন দিল্লী বিজেপি প্রহরী মনোজ তিওয়ারি। আদতে উত্তর প্রদেশের লোক মনোজ দাবি করেন, এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার দ্রুতই পদক্ষেপ নেবে। একই সঙ্গে দিল্লীতে অপরাধের বাড়বাড়ন্তের জন্য ‘শরণার্থী উদ্বাস্তু’দেরই দায়ী করেন তিনি। এই নিয়ে মনোজ তিওয়ারি বলেন, ‘দিল্লির পরিস্থিতি ক্রমশই বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে। বেআইনি শরণার্থীরা এখানে ভিড় করছেন, তাঁরাই সবচেয়ে বিপজ্জনক।’
মনোজ তিওয়ারির কথার তীব্র বিরোধিতা করে তাঁকে পাল্টা কটাক্ষ করলেন দিল্লীর মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এদুন এক সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেন, ‘দিল্লীতে যদি এনআরসি চালু হয়, তবে সবার আগে মনোজ তিওয়ারিকেই দিল্লি ছাড়তে হবে। কারণ উনি আসলে দিল্লির বাসিন্দা নন’