Breaking News
Home / খেলা ধুলা / যুবরাজের এই 5টি রেকর্ড, কখনই ভাঙতে পারবেন না ধোনি!

যুবরাজের এই 5টি রেকর্ড, কখনই ভাঙতে পারবেন না ধোনি!

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: যুবরাজ এবং ধোনি, দুটি নামই ভারতীয় ক্রিকেট চিরস্মরণীয়, কিন্তু আজ আমরা যুবরাজের এমন 5টি রেকর্ড নিয়ে আলোচনা করব, যেগুলো ধোনি হয়ত কখনোই ভাঙতে পারবেন না। আসুন দেখে নিই-

এক ওভারে ছয় ছক্কা
এক ওভারে ছয় ছক্কা! ঘটনাস্থল ডারবানের কিংসমিড স্টেডিয়াম। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচ। ভারত-ইংল্যান্ডের মধ্যে যে ম্যাচটা হয়েছিল 2007 সালের 19এ সেপ্টেম্বর। বল করছিলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্ট্রুয়াট ব্রড। যুবরাজের এই রেকর্ড ধোনির পক্ষে স্পর্শ করা সম্ভব নয় বলেই মনে হয়।

12 বলে ফিফটি
শুধু যে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন তা নয়, ওই ম্যাচেই টি-20 তো বটেই, যেকোনো আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন যুবরাজ। মাত্র 12 বলে ফিফটি!যুবরাজের এই রেকর্ড ভাঙার সুযোগ এখনো আছে ধোনির কাছে কিন্তু রেকর্ড টা ভাঙা যে খুব একটা সহজ হবে না বলাই যায়।

বেশিবার মান অফ দা টুর্নামেন্ট
কথায় আছে বড় প্লেয়াররা বড় ম্যাচে জ্বলে ওঠেন। যুবরাজের ক্ষেত্রে কথাটি একেবারেই সঠিক। আইসিসির বড় বড় টুর্নামেন্টে ভারতীয় দল সবসময় তার দিকে তাকিয়ে থাকে এবং সবসময় ভালো পারফম্যান্স করে যুবরাজ তার মর্যাদা রেখেছেন। 2007 সালের বিশ্বকাপ টি-20 টুর্নামেন্টে তিনি ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছিলেন।2011 সালের ওডিআই বিশ্বকাপেও তিনি প্লেয়ার অফ দা টুর্নামেন্ট হয়েছিলেন। ধোনির এই কৃতিত্ব নেই।

দেশের বাইরে শতকের সংখ্যা
এটি সত্যিই অবাক করার বিষয় যে দেশের বাইরে ধোনির কোনো শতক নেই। তিনি অনেকবারই শতকের কাছাকাছি গিয়েছেন কিন্তু শতক পাননি।অন্যদিকে যুবরাজ, এশিয়ার বাইরে তিনটি সেঞ্চুরি করেছেন। যুবরাজ একটি সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, একটি করেছেন জিম্বাবুয়ে এবং অন্যটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

বেশিবার আইসিসি ফাইনালে অংশগ্রহণ
ধোনির আগে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হওয়া যুবরাজ 6 টি আইসিসি ফাইনাল – 2002 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2003 বিশ্বকাপ, 2007 বিশ্বকাপ টি 20, 2011 বিশ্বকাপ, 2014 বিশ্ব টি 20 এবং 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ গ্রহণ করেছেন। অন্যদিকে, ধোনি 5 টি আইসিসি ফাইনালে – 2007 বিশ্বকাপ টি 20, 2011 বিশ্বকাপ, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2014 ওয়ার্ল্ড টি 20 এবং 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন।

Check Also

মৃত্যুপুরী স্পেনে একদিনে রেকর্ড ৮৩৮ জনের মৃত্যু, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬৫২৮ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত স্পেন। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। …

করোনা পরিস্থিতির মধ্যেই চাকরি হারাতে চলেছেন ১০ হাজার ৩২৩ শিক্ষক

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশর নাগরিকদের জীবনে অন্ধকার নেমে এসেছে। সেই সময় …

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের দোরগোড়ায়, মৃত্যু হয়েছ ৩০ হাজার ৮৭৯ জনের

নিউজ ডেস্ক: গোটা বিশ্বে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়ে থরহরি কম্প গোটা …

ভারতে আরও ১৯৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মোট আক্রান্ত ৯৩৩, মৃত ২০

নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনে …

সমাজসেবী সংগঠন ‘ইমসে’ এর উদ্যোগে চলছে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা অভিযান ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সমাজসেবী সংগঠন ইমসে এর ডিরেক্টর ডঃ উজ্জ্বয়নী হালিমের উদ্যোগে বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর …

করোনা আপডেট: বিনামূল্যে চার লক্ষ্য গৃহহীন ও অভাবী মানুষকে খাবার দেবে দিল্লি সরকার

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন। ফলে প্রবল …

ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ১৩৬, মৃত বেড়ে ২০, সেরে উঠেছেন ৭৩ জন

নিউজ ডেস্ক: এই মূহুর্তে ইতালি বা চীন কে ছাপিয়ে গিয়েছে আমেরিকার আক্রান্তের সংখ্যা। মৃত্যু মিছিল …