Breaking News
Home / দক্ষিণ বঙ্গ / মেয়ের গৃহশিক্ষকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, প্রথমে ঘুমের ওষুধ ও পরে বালিশ চাপা দিয়ে স্বামীকে খুন করল স্ত্রী

মেয়ের গৃহশিক্ষকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, প্রথমে ঘুমের ওষুধ ও পরে বালিশ চাপা দিয়ে স্বামীকে খুন করল স্ত্রী

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: আবারও এক ন্যাক্কারজনক ঘটনা ঘটল এরাজ্যে। স্ত্রীর সঙ্গে মেয়ের গৃহশিক্ষকের সম্পর্ক! আর তার জেরেই খুন হতে হল এক যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমানের কাটোয়ার বিজনগর গ্রামে। প্রথমে ঘুমের ওষুধ খাওয়ানো ও পরে বালিশ চাপা দিয়ে খুন করা হয় তাকে। শেষ পর্যন্ত নিহতের ছেলের জবানবন্দিতে ধরা পড়ে গেল দু’জন। নিহত যুবকের নাম সুজিত মন্ডল।

প্রথমে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেও মৃতদেহ ময়নাতদন্তের পর পুলিসের সন্দেহ হয়। তার জেরেই জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। আর তাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

মৃত সুজিত মন্ডলের দশ বছরের ছেলে পুলিশকে জানাই, মা ও গৃহশিক্ষক নয়ন পাল বালিশ চাপা দিয়ে খুন করেছে বাবাকে। সে দেখে ফেলায় তাকেও খুন করার হুমকি দেয় গৃহশিক্ষক নয়ন। এর পরই নয়ন ও সুজিত মন্ডলের স্ত্রীকে জের করে পুলিস। তখনই বেরিয়ে আসে গোটা ঘটনা।

পুলিশ জেরাই জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে অবৈধ সম্পর্ক ছিল গৃহবধূ সম্পা মন্ডল ও নয়ন পালের। এর জেরেই স্বামী সুজিত মন্ডলকে খুনের পরিকল্পনা করে ফেলে সম্পা। পরিকল্পনা মত বুধবার রাতে সুজিতকে চপের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেয় সে। তারপরেও দেখা যায় সুজিত বেঁচে রয়েছে। সম্পার বাড়িতে চলে আসে প্রেমিক নয়ন। এরপর বালিশ চাপা দিয়ে সুজিতকে খুন করে তারা। পুরো ঘটনাই দেখে ফেলে সম্পার ছেলে। পুলিশ সম্পা ও নয়নকে গ্রেফতার করেছে। 

Check Also

ন্যায্য বেতন সহ কয়েক দফা দাবি নিয়ে আজ বড় শিক্ষক বিদ্রোহ দেখতে চলেছে রাজ্য বাসী!

নিউজ ডেস্ক: আবার পথে নামতে চলছেন রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা। আজ ‘কোলকাতা চলোর’ ডাক …

বড় ধাক্কা বিজেপির, মহারাষ্ট্রে সরকার গড়বে তারাই জানিয়ে দিল শিবসেনা!

নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে সরকার গড়বে তাঁরাই, জানিয়ে দিল শিবসেনা। ফলে মারাঠা ভূমিতে খুব বড় ধাক্কা …

বাগান্ডা হোমের ১২৫ জন দুঃস্থকে শীতবস্ত্র প্রদান করল দক্ষিনডিহি মা সারদা একাডেমী

নিউজ ডেস্ক: মানুষ মানুষের জন্য। একজন মানুষের বিপদে আর এক জন মানুষ পাশে না দাঁড়ালে …

দিতে হবে না কোনো লিখিত পরীক্ষা, কেবল পদোন্নতির মাধ্যমেই হবে প্রধান শিক্ষক পদে নিয়োগ!

নিউজ ডেস্ক: আর নয় লিখিত পরীক্ষা, এবার নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে পদোন্নতির মাধ্যমেই হওয়া যাবে …

শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিউজ ডেস্ক: অবশেষে শারীর শিক্ষা ও কর্ম শিক্ষা বিষয়ের শিক্ষক পদের চাকরি প্রার্থীদের জন্য কিছুটা …

বিশ্ব বার্তা

‘আমি আমার ২০ বছরে পর্যাপ্ত জীবন দেখে ফেলেছি, আর দেখার কিছু অবশিষ্ট নেই’, বলেই তিন তলা থেকে লাফ!

নিউজ ডেস্ক: ইন্ডিয়াান ইনস্টিটিউট অফ টেকনোলজি হায়দ্রাবাদের (আইআইটি-এইচ) তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী হায়দরাবাদের উপকণ্ঠের কান্দি …

দুই দুইটি স্বর্ণপদক পেলেন কলকাতার অমর গুপ্ত

বিশ্ব বার্তা: নাম অমর গুপ্ত, একটা অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। বাড়ি কলকাতার উল্টোডাঙ্গা। …

Leave a Reply

Your email address will not be published.