Breaking News
Home / পশ্চিমবঙ্গ / মান্যতা দিতে হবে বিএড, প্রাথমিক শিক্ষা পর্ষদে ডেপুটেশন দিতে চলেছেন বিএড করা চাকরি প্রার্থীরা

মান্যতা দিতে হবে বিএড, প্রাথমিক শিক্ষা পর্ষদে ডেপুটেশন দিতে চলেছেন বিএড করা চাকরি প্রার্থীরা

নিউজ ডেস্ক: ২০১৭ সালে বিজ্ঞপ্তি ঘোষিত হয়েছিল। অতিক্রান্ত হয়েছে অনেকটা সময়। অবশেষে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগের ‘টেট’ পরীক্ষা নিতে চলছে রাজ্য। জানা গেছে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড (ডাব্লুবিবিপিই) ২০১৭ সালে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কয়েকদিনের মধ্যেই খোলা হবে তার রেজিস্ট্রেশন পোর্টাল।

উচ্চমাধ্যমিকে অন্তত ৫০ শতাংশ নম্বর ও দু’বছরের ডিএলএড প্রশিক্ষণ থাকা চাকরি প্রার্থীরাই এ রাজ্যে প্রাথমিকের টেট-এ পরীক্ষায় বসতে পারবেন বলে জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

শিক্ষামন্ত্রী বলেছিলেন, কেবলমাত্র বিএড প্রশিক্ষণ নিয়ে প্রাথমিকে শিক্ষকতা করা যাবে না৷ অবশ্যই ডিএড থাকতে হবে। কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিলেও নিয়ম মানা হবে না।

এর পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন, বিএড প্রশিক্ষণ থাকলেও প্রাথমিকের টেট-এ বসা যাবে না

কিন্তু কী বলছে এনসিটিই নিয়ম? এনসিটিই-র নিয়ম অনুসারে প্রাথমিকের ১ম-৫ম শ্রেণির শিক্ষকতার চাকরিতে আবেদন করতে পারবেন বিএড পাশ প্রার্থীরাও। মোট অন্তত ৫০% নম্বর পাওয়া গ্র্যাজুয়েট প্রার্থীরা বিএড পাশ হলে টেট পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন৷ তবে, চাকরি পাওয়ার পর এলিমেন্টারি এডুকেশনে এনসিটিই অনুমোদিত ৬ মাসের ব্রিজ কোর্স করে নিতে হবে চাকরি পাওয়ার ২ বছরের মধ্যে।

রাজ্যের এই সিদ্ধান্তে হতাশ বিএড পাশ চাকরি প্রার্থীরা। তাঁরা এনসিটিই-র নিয়ম মেনে এরাজ্যেও বিএড পাশ প্রার্থীদের টেট পরীক্ষায় বসতে দেওয়ার দাবি জানাচ্ছেন। নভেম্বরের মাসেই প্রাইমারিতে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষাতে বিএড ডিগ্রিকে মান্যতা দিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসে ডেপুটেশন দিতে চলেছেন বিএড করা চাকরি প্রার্থীরা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনেরও ডাক দেওয়া হতে পারে।

Check Also

অনুমতি মিলল হাইকোর্টে, ন্যায্য অধিকারের দাবিতে আগামীকালই হচ্ছে পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভ

নিউজ ডেস্ক: সল্টলেকের বিকাশভবনের সামনে অবস্থান বিক্ষোভ করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল পার্শ্বশিক্ষকদের সংগঠন। পার্শ্বশিক্ষকরা …

WBCS ২০২০: পরীক্ষার প্রস্তুতির জন্য আপনি যে যে বইগুলো পড়তে পারেন!

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ সরকারি কর্মচারী নিয়োগের স্বপ্ন পূরণের পরীক্ষা হল এই ওয়েস্ট …

BIG BREAKING NEWS: রায় হল রাম জন্মভূমি-বাবরি মসজিদ সংক্রান্ত অযোধ্যা মামলার

নিউজ ডেস্ক: রায়দান হল রাম জন্মভূমি-বাবরি মসজিদের ২.৭৭ একর জমি ঘিরে আইনি লড়াইয়ের। পাঁচ সদস্যের …

একই সঙ্গে চারজন ভারতীয় বংশোদ্ভূত জয়ী হলেন মার্কিন মুলুকে, সৃষ্টি হল ইতিহাস!

নিউজ ডেস্ক: জয়জয়কার ভারতীয়দের! একই সঙ্গে চার জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মুলুকে প্রাদেশিক ও স্থানীয় …

WBCS 2020: কিভাবে প্রস্তুতি নেবেন? কি বই পড়বেন? জেনে রাখুন বিস্তারিত!

নিউজ ডেস্ক: WBCS অফিসার হওয়া যেন রাজ্যের বেশির ভাগ চাকুরী প্রার্থীদের কাছে স্বপ্ন। পশ্চিমবঙ্গ সরকারের …

ন্যায্য বেতন সহ কয়েক দফা দাবি নিয়ে আজ বড় শিক্ষক বিদ্রোহ দেখতে চলেছে রাজ্য বাসী!

নিউজ ডেস্ক: আবার পথে নামতে চলছেন রাজ্যের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা। আজ ‘কোলকাতা চলোর’ ডাক …

বাড়ল গেস্ট ও পার্টটাইম শিক্ষকদের বেতন, তবে কি আর CSC/PSC র মাধ্যমে শিক্ষক নেওয়া হবে না? প্রশ্ন গবেষকদের একাংশের!

নিউজ ডেস্ক: আজ নেতাজি ইনডোর স্টেডিমায়ে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ইউজিসির সংশোধিত হারে বেতন …

2 comments

  1. Good step

  2. Kon sangathan eta korche..please provide details..

Leave a Reply

Your email address will not be published.