Breaking News
Home / পশ্চিমবঙ্গ / বিগ ব্রেকিং নিউজ: উচ্চ-প্রাথমিকের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে 14.02.2019 থেকে

বিগ ব্রেকিং নিউজ: উচ্চ-প্রাথমিকের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে 14.02.2019 থেকে

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: শেষ পর্যন্ত আন্দোলনের জয় হলো এবং কিছুটা হলেও হাসি ফুটল হবু শিক্ষকদের। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে উচ্চ-প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে 14.02.2019 তারিখ থেকে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 14.02.2019 থেকে উচ্চ-প্রাথমিক স্তরে(প্রথম পর্যায়ের) শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবে। ডি. কে. -7/2, সল্ট লেক, সেক্টর -2, কলকাতা -91 [আনন্দলক হাসপাতাল, করুণাময়ীর পাশে] কমিশনের নতুন প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে যাচাইয়ের জন্য ডাকা প্রার্থীকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com তে দেওয়া তথ্যের ভিত্তিতে সকল প্রাসঙ্গিক নথিপত্রের সাথে ভেরিফিকেশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার অনুরোধ করা হচ্ছে। এসএসসি বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে যে, কোনো প্রার্থী বা তার অনুমোদিত প্রতিনিধি, নির্ধারিত দিনে অনুপস্থিত থাকলে এবং যারা বৈধ নথি দেখাতে পারবেন না তাদের নিয়োগ প্রক্রিয়ার তালিকা থেকে বাদ দেওয়া হবে। আজ অর্থাৎ 09.02.2019 তারিখে সন্ধ্যায় কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভেরিফিকেশন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানানো হবে। প্রার্থীদেরকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 16 নম্বর আবেদন আইডি এবং জন্মের তারিখ ব্যাবহার করে ইনটিমেশন লেটার ডাউনলোড করতে বলা হয়েছে। 11.02.2019 তারিখের সন্ধ্যা থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ইনটিমেশন লেটার দিয়ে দেওয়া হবে, প্রার্থীরা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। চাকরী-প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের আবেদনপত্রও ডাউনলোড করতে পারে।
দীর্ঘ 5 বছর স্কুলগুলির উচ্চ-প্রাথমিক স্তরে কোনও নিয়োগ হয় নি, স্কুল গুলি শিক্ষকের অভাবে ধুঁকছে। পঠন-পাঠন বিশাল ভাবে ব্যাহত হচ্ছে। এখন দেখার দীর্ঘ দিনের থেমে থাকা নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন হয় কিনা!

Check Also

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে এক রোগিণীর মৃত্যু

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হল আর একজনের। এটি নিয়ে রাজ্যে করোনায় মৃতের …

করোনাতে আক্রান্ত হয়ে আমেরিকায় ১ লক্ষ থেকে ২ লক্ষ লোক মারা যেতে পারেন! 

নিউজ ডেস্ক: এখনও পর্যন্ত আমেরিকাতে ২৪৮৪ জন মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে। আমেরিকায় ১৪২,০৭০ জনের …

বিদেশ যোগ নেই, ট্রেনে চেপেই অফিসে যেতেন, করোনায় আক্রান্ত শেওড়াফুলির বাসিন্দা, আতঙ্কিত পরিবার 

নিউজ ডেস্ক: রাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। হুগলি জেলার শেওড়াফুলির বাসিন্দা এক প্রৌঢ়র …

মৃত্যুপুরী স্পেনে একদিনে রেকর্ড ৮৩৮ জনের মৃত্যু, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬৫২৮ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত স্পেন। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। …

করোনা পরিস্থিতির মধ্যেই চাকরি হারাতে চলেছেন ১০ হাজার ৩২৩ শিক্ষক

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশর নাগরিকদের জীবনে অন্ধকার নেমে এসেছে। সেই সময় …

করোনার থাবায় জীবন ও জীবিকা বিপর্যস্ত গৃহশিক্ষকদের, রাজ্যের মুখাপেক্ষী গৃহশিক্ষকরা

নিউজ ডেস্ক: সাম্প্রতিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনে বিপর্যস্ত দেশ থেকে বিদেশের মানুষ ও অর্থনীতি। প্রভাব …

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের দোরগোড়ায়, মৃত্যু হয়েছ ৩০ হাজার ৮৭৯ জনের

নিউজ ডেস্ক: গোটা বিশ্বে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়ে থরহরি কম্প গোটা …

Leave a Reply

Your email address will not be published.