Breaking News
Home / হেড লাইনস / বাবাকে বাঁচাতে নিজের লিভার দিয়ে দিচ্ছেন মেয়ে উর্মি আচার্য্য!

বাবাকে বাঁচাতে নিজের লিভার দিয়ে দিচ্ছেন মেয়ে উর্মি আচার্য্য!

নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত বাবা নারায়ন আচার্য্য। অসুস্থ বাবাকে বাঁচাতে নিজের লিভারটাও দিয়ে দিতে চান মেয়ে উর্মি আচার্য্য। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ম ব্যাচের ছাত্রী উর্মি আচার্য্য।

অনেক দিন ধরেই লিভার সিরোসিসে ভুগছেন বাবা। বাবার কষ্ট দেখে নিজের লিভারের কিছু অংশ বাবাকে দিয়ে দিতে চান উর্মি। তবে লিভার ট্রান্সপ্লান্ট ও পরবর্তী মেডিসিন বাবদ খরচ প্রচুর। প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন এর জন্য। এত টাকা দেওয়ার সামর্থ্য নেই উর্মির পরিবারের। ফলে অর্থের সংস্থান করার জন্য সমাজের বিবেকবানদের দারস্ত হয়েছেন তারা।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত নারায়ন আচার্য্যকে চূড়ান্ত চিকিৎসা হিসেবে লিভার ট্রান্সপ্লান্টের কথা জানান চিকিৎসকরা। যদিও বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টে অনেক ঝুঁকি, তবে অনেক ব্যায়বহুল হওয়ায় ভারতে নিয়ে যেতে পারেনি তার পরিবার। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে ঠিক হয়, বাবাকে লিভারের কিছু অংশ দিবেন মেয়ে উর্মি আচার্য্য।

তবে খরচের বহর দেখে চিন্তায় পড়েছেন উর্মির পরিবার। লিভার ট্রান্সপ্লান্ট করার আগেই পাঁচ লক্ষ টাকা জমা করা, ট্রান্সপ্লান্টের পরবর্তী দুই বছর ধরে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকার মেডিসিন খরচ এবং অন্যান্য আনুষাঙ্গিক খরচ সহ মোট ১৫ লক্ষ টাকার প্রয়োজন। তবে পারিবারিকভাবে এত টাকা যোগাড় করা অসম্ভব উর্মির পরিবারের। ফলে সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

বাবার জীবন বাঁচাতে মেয়ের এত বড় আত্মত্যাগকে কুর্নিশ জানাচ্ছেন সবাই।

Check Also

জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন মোদি, কি বললেন তিনি? জেনেনিন একনজরে

নিউজ ডেস্ক: দেশ তথা গোটা বিশ্বে করোনা ভাইরাসের চ্যালেঞ্জ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। দেশজুড়ে …

মৃত্যুপুরী স্পেনে একদিনে রেকর্ড ৯৬১ জনের মৃত্যু, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৪,৭০৯ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত স্পেন। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। …

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৭, আক্রান্তের সংখ্যা ৫৩

নিউজ ডেস্ক: রাজ্যে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বেড়ে চলছে করোনাতে মৃত্যুর সংখ্যাও। …

চলছে লকডাউন, কমছে কর আদায়, কর্মীদের বেতন ছাঁটাইয়ের পথে বিভিন্ন রাজ্য

নিউজ ডেস্ক: চলছে লকডাউন, ফলে দ্রুতহারে প্রতিটি রাজ্য সরকারের আয় কমছে। কর আদায় শূন্য। প্রতি …

“অবাক পৃথিবী, অবাক করলে তুমি”: মইদুল ইসলাম

নিউজ ডেস্ক: শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য কোর কমিটি আলোচনার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করে যে …

দেশের স্বাস্থ্যকর্মীরা পাচ্ছেন না প্রয়োজনীয় সামগ্রী, সার্বিয়াতে ইক্যুইপমেন্ট ও সেফটি গিয়ার্স পাঠাচ্ছে ভারত!

নিউজ ডেস্ক: সম্প্রতি রাষ্ট্রসংঘের তরফ থেকে একটি ট্যুইট এসেছে। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের পক্ষ থেকে …

রাজ্যে এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭, মৃত বেড়ে ৫, হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ১৫০৪৮২

নিউজ ডেস্ক: রাজ্যে একলাফে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৭! করোনাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে …

Leave a Reply

Your email address will not be published.