Breaking News
Home / পশ্চিমবঙ্গ / বঞ্চিত PTTI এবং প্রাথমিক শিক্ষকদের পে-প্রোটেকশন, ফিটমেন্ট ফ্যাক্টর সহ এক গুচ্ছ ভালো খবর আসতে চলেছে শীঘ্রই!

বঞ্চিত PTTI এবং প্রাথমিক শিক্ষকদের পে-প্রোটেকশন, ফিটমেন্ট ফ্যাক্টর সহ এক গুচ্ছ ভালো খবর আসতে চলেছে শীঘ্রই!

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: এবার হয়তো হাসি ফুটতে চলছে আন্দোলনকারী বঞ্চিত পিটিটিআই দের। সেই সঙ্গে ভালো খবর আসতে চলেছে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের। যে সমস্ত পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত পরীক্ষার্থী আদালতের মামলা দায়ের করেছিলন এবং যারা সেই সময় আদালতে মামলা দায়ের করেন নি তাদের নিয়ে আগামী সাত দিনের মধ্যে সদর্থক সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার, এমনি কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী। এর ফলে ভাগ্য খুলতে চলেছে কয়েক হাজার পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্তদের।

WBPTTA-এর রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই জানিয়েছেন, “বিধানসভায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হল। শিক্ষামন্ত্রী জানিয়েছেন আন্দোলনকারী বঞ্চিত PTTI দের নিয়ে সাত দিনের মধ্যে সদর্থক সিদ্ধান্ত জানাবেন। প্রাথমিক শিক্ষকদের সিনিয়ররিটি মেনটেন করেই পে -প্রোটেকশন, ফিটমেন্ট ফ্যাক্টর সহ সুবিধা দেওয়ার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এটা আমাদের সংগঠনের লড়াইয়ের ইতিবাচক দিক বলেই মনে করি।”

একই সঙ্গে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে পিন্টু পাড়ুই জানিয়েছেন, যদি ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত না নেওয়া হয় তবে এক সপ্তাহ পর, অর্থাৎ আগামী ১২ ই সেপ্টেম্বর ফিরিঙ্গি কালিবাড়ি সেন্ট্রাল এভিনিউ থেকে ধর্মতলা পযর্ন্ত মিছিল ও রাজভবন অভিযান চলবে।

প্রসঙ্গত, ২০০৬ সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে কয়েক হাজার শিক্ষক নিয়োগের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তৎকালীন বাম সরকার। এটির পরীক্ষা হয় ২০০৯ সালে। সেই সময় বেশকিছু চাকরিপ্রার্থীর এক বছরের প্রশিক্ষণ ছিল, ফলে তাঁদের প্রশিক্ষণের সার্টিফিকেট অবৈধ জানিয়ে প্রশিক্ষণের জনন বরাদ্দ ২২ নম্বর বঞ্চিত করার অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিরুদ্ধে। এরপরেই চাকরি প্রার্থীরা প্রথমে হাইকোর্টে ও পরে সুপ্রিম কোর্টে মামলা করেন। শেষে সুপ্রিম কোর্ট চাকুরী প্রার্থীদের পক্ষেই রায় দান করে। এবার হয়তো এই বঞ্চিত প্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে। 

Check Also

স্কুল স্তরে কম্পিউটার শিক্ষার মান উন্নয়নে, কম্পিউটার শিক্ষাকে বিষয়ভিত্তিক করার দাবি আইসিটি শিক্ষকদের

নিউজ ডেস্ক: রাজ্যে আইসিটি শিক্ষকদের বঞ্চনার ইতিহাস বহুদিনের। সরকার অধীনস্থ সংস্থা ওয়েবেল, রাজ্যের বিভিন্ন শিক্ষা …

বিদ্যুৎ কর্মীদের ডিএ ১০%, বাড়ি ভাড়া বাবদ অনুদান ১৬%, ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মীরা

নিউজ ডেস্ক: বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ শূণ্য। ডিএ বৃদ্ধির ব্যাপারে কোনও হেলদোল নেই রাজ্যের। …

উত্তরপত্র মূল্যায়নে বা নম্বর গুনতে ভুল করলেই বিভাগীয় তদন্তের মুখে পড়তে হবে শিক্ষকদের: কড়া পর্ষদ

নিউজ ডেস্ক: প্রত্যেক বছরই মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে ভুলের অভিযোগ নিয়ে জেরবার হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। হাজার …

বর্তমানে কি অনুপ্রবেশ সবচেয়ে বড় সমস্যা? শিক্ষিতরাও ধন্দে!

কিংকর অধিকারী: এ রাজ্যের বিজেপি সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয় বলেছেন, এক কোটি মুসলমান অনুপ্রবেশকারীকে …

পরীক্ষাকেন্দ্রে মোবাইল সহ পাকড়াও এক পার্শ্বশিক্ষক, অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন!

নিউজ ডেস্ক: প্রশ্ন আউট ঠেকাতে ও অবাঞ্চিত ঘটনা রুখতে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা পুরোপুরি …

২৫% হারে পেনশন বাড়ছে রাজ্যের অবসরপ্রাপ্ত শিক্ষকদের, জারি বিজ্ঞপ্তি!

নিউজ ডেস্ক: আগেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে পেনশন বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এবার …

প্রশ্ন ফাঁস করলে বা মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে আজীবন বহিষ্কার পরীক্ষার্থীকে!

নিউজ ডেস্ক: প্রশ্ন ফাঁস নিয়ে বারে বারে অস্বস্তিতে পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১২ মার্চ থেকে …