Breaking News
Home / বিশ্ব জাহান / ফেসবুক সূত্রে পরিচয়, সেখান থেকেই প্রেম, অবশেষে সাতপাকে বাধা পড়লেন স্পেনের ভেরোনিকা ও কুলটির হর্ষ ভগত

ফেসবুক সূত্রে পরিচয়, সেখান থেকেই প্রেম, অবশেষে সাতপাকে বাধা পড়লেন স্পেনের ভেরোনিকা ও কুলটির হর্ষ ভগত

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: ৮ বছর আগে ফেসবুক সূত্রে পরিচয়। সেখান থেকে ‘ফেসবুক ফ্রেন্ড’। অবশেষে সাতপাকে বাধা। ঘটনাটি ঘটেছে কুলটির বরাকরের। স্পেনের ভেরোনিকার সঙ্গে বালি ব্যবসায়ীর ছেলে হর্ষ ভগত ওরফে হ্যাপির বিয়ে হল আসানসোলের ঘাঁঘরবুড়ির মন্দিরে। 

বলি ব্যবসায়ী প্রদীপ ভগতের ছোট ছেলে হ্যাপিথ, ঝাড়খণ্ডের চিরকুণ্ডায় ভাড়াবাড়িতে। ব্যবসা সূত্রে ও অন্য কাজে বিদেশে গিয়েছেন কয়েকবার। সাক্ষাৎ করেছেন ভেরোনিকার সঙ্গেও। ভেরোনিকাও ভারতে এসেছেন কয়েকবার। পরিচয় করেছেন হ্যাপির বাড়ির লোকজনদের সঙ্গেও। এরপরেই বিয়ে করার সিদ্ধান্ত নএন তাঁরা।

গত শনিবার ভেরোনিকা স্পেন থেকে আসানসোলে চলে আসেন। ওঠেন আসানসোল দক্ষিণের একটি হোটেলে। সেখান থেকে রবিবার দুপুরে হ্যাপির বাড়ির লোকেদের সঙ্গে ভেরোনিকা আসানসোলের ঘাঁঘরবুড়ির মন্দিরে আসেন। সেখানেই মালাবদল, সিঁদুরদান —সবই হয়। তবে এই বিয়েতে যথেষ্ট অবাক পুরোহিত সাচ্চু চক্রবর্তী। তিনি বলেন, ‘‌আমি আগে এ রকম বিয়ে কখনও দিইনি।’‌ ভেরোনিকাকে বাড়ির বধূ হিসেবে পেয়ে খুব খুশি হ্যাপির পরিবার।। তবে, এই বিয়ের ব্যাপারে এডিসিপি (পশ্চিম) অনমিত্র দাস বলেন, ‘‌ভেরোনিকাকে ফরেন রেজিস্ট্রেশন অফিসে আসতে হবে। ভেরোনিকার পাসপোর্ট জমা দিয়ে এদেশে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। এটা না হওয়া পর্যন্ত এই বিয়ে বৈধতা পাবে না।’‌ এদিকে এই বিয়ে ঘিরে খুশির হওয়া গোটা কুলটি জুড়ে।

Check Also

জমা পড়ল লিখিত অভিযোগ, ৪০০ স্কুল শিক্ষকের ব্যাপারে তদন্তে পর্ষদ, হতে পারে দৃষ্টান্তমূলক শাস্তি!

নিউজ ডেস্ক: স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই সরব ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট …

বড় ভাঙন বিজেপিতে, অন্তত ৬০০ জন বিজেপির নেতা-কর্মীর তৃণমূলে যোগদান!

নিউজ ডেস্ক: আবার ভাঙন গেরুয়া শিবিরে। এবার বিজেপির বড় ভাঙন হল হুগলিতে। কলকাতার মেয়র তথা …

‘আমরা বুঝতেই পারছি না ভারত কেন সিএএ পাশ করল, এতে ভারতের জনগণকেই সমস্যায় পড়তে হচ্ছে’ শেখ হাসিনা

নিউজ ডেস্ক: সংসদের দুই কক্ষেই পাস হয়েছে সংশোধিত নাগরিকত্ব বিল। রাষ্ট্রপতিও স্বাক্ষর করে ফেলেছেন। ফলে …

জয়েন্ট এন্ট্রান্স মেন: ১০০/১০০! বাজিমাত ৯ পড়ুয়ার

নিউজ ডেস্ক: শুক্রবার প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা মেনের ফলাফল। এবছর সারা ভারত জুড়ে জয়েন্ট …

খাদ্য সুরক্ষাকার্ডে বাবার নাম উল্লেখ করা হয়েছে KKR NIGHT RIDERS, কোথাও বা বাল ব্রহ্মচারী, ক্ষুব্ধ গ্রাহকরা

নিউজ ডেস্ক: এর আগে পদবি, বয়স এসবের গোলমাল তো হতই৷ ভুল দেখা যেত ঠিকানাতেও৷ কিন্তু …

কাজকর্মে খুশি নয় শিক্ষা দপ্তর, সরে যেতে হল এসএসসির চেয়ারম্যানকে

নিউজ ডেস্ক: অপসারিত হলেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার। হাওড়ার জয়পুর কলেজের অধ্যক্ষ …

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর দাবিতে এসডিও’র দ্বারস্থ বিভিন্ন স্কুলের ছাত্র/ ছাত্রী সহ অভিভাবকেরা

নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার দাবিতে আন্দোলন চালাচ্ছে বেশ কয়েকটি …