Breaking News
Home / চাকরির খবর / ফেলোশিপ বৃদ্ধিতেও গবেষকরা হতাশ!

ফেলোশিপ বৃদ্ধিতেও গবেষকরা হতাশ!

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: ভারত সরকার মৌলিক বিজ্ঞান গবেষণায় স্টাইপেন্ড বৃদ্ধির ঘোষণা করলো। এর ফলে বিজ্ঞান শাখার জুনিয়র রিসার্চ ফেলোস, সিনিয়র রিসার্চ ফেলোস এবং রিসার্চ এসোসিয়েট দের মাসিক স্টাইপেন্ড বৃদ্ধি পেল। জুনিয়র রিসার্চ ফেলোস, যারা সি.এস.আই.আর বা গেট বা অন্য কোনো সর্বভারতীয় পরীক্ষা পাশ করেছেন তার মাসিক 31000 টাকা করে পাবেন যেটা আগের থেকে 24% বেশি। আগে তারা পেতেন মাসিক 25000 টাকা। কিন্তু 2014 সালে জুনিয়র রিসার্চ ফেলোস দের 56% স্টাইপেন্ড বৃদ্ধি হয়েছিল। সিনিয়র রিসার্চ ফেলোসরা এখন পাবেন মাসিক 35000 টাকা। রিসার্চ এসোসিয়েটসরা (যাদের Ph.D কমপ্লিট বা 3 বছরের গবেষণার অভিজ্ঞতা আছে) মাসিক স্টাইপেন্ড পাবেন 47000-54000 টাকার মধ্যে।


শেষ 9 বছরে মাত্র দুবার স্টাইপেন্ড বৃদ্ধি ঘটেছে। 2014 সালে 56% স্টাইপেন্ড বৃদ্ধি হয়েছিল আর এবার মাত্র 24%। এই ফেলোশিপ বৃদ্ধি 01.01.2019 থেকেই প্রযোজ্য হবে।


এর আগে সারা ভারতের রিসার্চ ফেলোসরা 80% ফেলোশিপ বৃদ্ধির দাবিতে দিল্লিতে আন্দোলন করছিলেন। রিসার্চ স্কলার্সরা মাত্র 24% স্টাইপেন্ড বৃদ্ধিতে খুশি না। ভারতীয় গবেষকদের জাতীয় প্রতিনিধি নিখিল গুপ্তা, হিন্দু টুডে তে জানিয়েছেন যে “আমরা বিভিন্ন কর্তৃপক্ষের কাছে প্রতিশ্রুতি পেয়েছিলাম যে কমপক্ষে অন্তত পূর্ববর্তী বছরের মতোই ফেলোশিপ বৃদ্ধি হবে। অর্থাৎ, ₹ 9,000 বৃদ্ধি বা 56% বৃদ্ধি (2010-2014 থেকে)। কিন্তু এখানে মাত্র 24% বৃদ্ধি পেয়েছে। এটি অগ্রহণযোগ্য এবং আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব”।


গবেষকরা সরকারের এই সিদ্ধান্তে খুশি না তারা বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন।

Check Also

মৃত্যুপুরী স্পেনে একদিনে রেকর্ড ৮৩৮ জনের মৃত্যু, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬৫২৮ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত স্পেন। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। …

করোনা পরিস্থিতির মধ্যেই চাকরি হারাতে চলেছেন ১০ হাজার ৩২৩ শিক্ষক

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশর নাগরিকদের জীবনে অন্ধকার নেমে এসেছে। সেই সময় …

করোনার থাবায় জীবন ও জীবিকা বিপর্যস্ত গৃহশিক্ষকদের, রাজ্যের মুখাপেক্ষী গৃহশিক্ষকরা

নিউজ ডেস্ক: সাম্প্রতিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনে বিপর্যস্ত দেশ থেকে বিদেশের মানুষ ও অর্থনীতি। প্রভাব …

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের দোরগোড়ায়, মৃত্যু হয়েছ ৩০ হাজার ৮৭৯ জনের

নিউজ ডেস্ক: গোটা বিশ্বে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়ে থরহরি কম্প গোটা …

আরও ২ জনের শরীরে থাবা বসলো করোনা , বাংলায় আক্রান্ত বেড়ে ১৭

নিউজ ডেস্ক: ফের করোনার গ্রাসে বাংলা৷ বাংলার আরও দু’জনের দেহে মিলল করোনা ভাইরাসের হদিস৷ করোনা …

ভারতে আরও ১৯৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মোট আক্রান্ত ৯৩৩, মৃত ২০

নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনে …

সমাজসেবী সংগঠন ‘ইমসে’ এর উদ্যোগে চলছে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা অভিযান ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সমাজসেবী সংগঠন ইমসে এর ডিরেক্টর ডঃ উজ্জ্বয়নী হালিমের উদ্যোগে বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর …

Leave a Reply

Your email address will not be published.