Breaking News
Home / বিনোদন / প্রথম সন্তানের ঠিক ২৬ দিন পর সুস্থ অবস্থায় যমজ সন্তানের জন্ম দিলেন বাংলাদেশি মা!

প্রথম সন্তানের ঠিক ২৬ দিন পর সুস্থ অবস্থায় যমজ সন্তানের জন্ম দিলেন বাংলাদেশি মা!

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: মাঝে মাঝেই কিছু মিরাকল ঘটনা ঘটে যায়, চিকিৎসামহলে। তেমনি এক নজিরবিহীন ঘটনা ঘটল, বাংলাদেশে। এমন এক নজিরবিহীন ঘটনাই চিকিৎসাকেরাও বিস্মিত। জানা গিয়েছে নির্ধারিত সময়ের আগেই প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন এক যুবতী। সেই শিশুর জন্মের ঠিক ২৬ দিন পর সুস্থ অবস্থায় যমজ সন্তানের জন্ম দিলেন তিনি। ২০ বছর বয়সী আরিফা সুলতানা গত মাসে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তখন তিনি বা চিকিৎসকেরা দ্বিতীয় গর্ভের সন্তানের উপস্থিতি বুঝতে পারেননি।

মঙ্গলবার বাংলাদেশের যশোর জেলার ওই মা তাঁর সুস্থ শিশুকে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি পান। তাঁর এখন কোনও শারীরিক সমস্যা নেই। যশোর জেলার প্রধান সরকারি চিকিৎসক দিলীপ রায় এই মর্মে বলেন, “আমি আমার তিরিশ বছরেরও বেশি চিকিৎসার জীবনে এমন কোনও ঘটনা দেখিনি।”

গত শুক্রবার স্ত্রীরোগ বিশেষজ্ঞ শীলা পোদ্দারই অস্ত্রোপচার করে যমজ এক ছেলে ও এক মেয়েকে জন্ম দেন। তিনি বলেন, “প্রথম শিশুর জন্মের ২৬ দিন পর আবার তাঁর জল ভেঙে যায়। তখনই সে আমাদের কাছে এসেছিল। ও জানতও না যে, সে তখনও জমজ সন্তান সহ গর্ভবতী।”

তবে চিকিৎসক দিলীপ রায়, যমজ সন্তানের সনাক্ত না করার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের অবহেলাকেই দায়ী করছেন। সুলতানা বলেন, “আমার স্বামী একজন শ্রমিক, মাসে খুব বেশি হলে ৬০০০ টাকা আয় করেন। আমি জানি না আমাদের এই সামান্য টাকায় কিভাবে চলবে!” তবে সুলতানার স্বামী সুমন বিশ্বাস বেশ খুশি। তিনি বলেন, “আল্লার দোয়ায় অলৌকিকভাবে আমার সব শিশু সুস্থ। আমি তাদের সুখী রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবো।”

Check Also

করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু আরো একজনের, রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে হল ৩

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হল আজ। রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে হল …

মুখ্যমন্ত্রীর আপদকালীন রিলিফ ফান্ডে‌ 2,50,000 টাকা অনুদান আইসিটি কম্পিউটার শিক্ষকদের

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার জন্য জনগণের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর …

সরকারী সাহায্যের মুখাপেক্ষি না হয়ে আসুন নিজেরাই উদ্যোগী হয়ে গরীব ও অসহায় দের পাশে দাঁড়ায়

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন। ফলে প্রবল …

করোনাতে আক্রান্ত হয়ে আমেরিকায় ১ লক্ষ থেকে ২ লক্ষ লোক মারা যেতে পারেন! 

নিউজ ডেস্ক: এখনও পর্যন্ত আমেরিকাতে ২৪৮৪ জন মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে। আমেরিকায় ১৪২,০৭০ জনের …

মৃত্যুপুরী স্পেনে একদিনে রেকর্ড ৮৩৮ জনের মৃত্যু, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬৫২৮ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত স্পেন। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। …

করোনা পরিস্থিতির মধ্যেই চাকরি হারাতে চলেছেন ১০ হাজার ৩২৩ শিক্ষক

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশর নাগরিকদের জীবনে অন্ধকার নেমে এসেছে। সেই সময় …

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের দোরগোড়ায়, মৃত্যু হয়েছ ৩০ হাজার ৮৭৯ জনের

নিউজ ডেস্ক: গোটা বিশ্বে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়ে থরহরি কম্প গোটা …

Leave a Reply

Your email address will not be published.