Breaking News
Home / ভারত বর্ষ / প্রকাশিত হল সিবিএসই ক্লাস 10 এর ফলাফল: প্রথম স্থানে 13 জন, এবারও মেয়েদের ফল ছেলেদের থেকে ভালো

প্রকাশিত হল সিবিএসই ক্লাস 10 এর ফলাফল: প্রথম স্থানে 13 জন, এবারও মেয়েদের ফল ছেলেদের থেকে ভালো

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: সিবিএসই ক্লাস 10 এর ফলাফল আজ ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীরা সিবিএসই ক্লাস 10 এর ফলাফল অফিসিয়াল পোর্টাল cbseresults.nic.in এ দেখতে পারে। এবছর পাশের হার গত বছরের তুলনায় 4.40% বৃদ্ধি পেয়েছে। এই বছর 91.10% শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তিরুবনন্তপুরম অঞ্চলে পাশের হার সর্বোচ্চ (99.85%)। এবারও মেয়েরা ছেলেদের তুলনায় ভালো ফল করেছে। 92.45% মেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ছেলেদের পাসের হার 90.14%।

18 লাখেরও বেশি শিক্ষার্থী এবার পরীক্ষায় বসেছিল। এবছর রেকর্ড সময়ে মাত্র 38 দিনের মধ্যে সিবিএসই ক্লাস 10 এর ফলাফল ঘোষণা করা হল। 29 শে মার্চ সিবিএসই ক্লাস 10 বোর্ডের পরীক্ষা শেষ হয়। গত বছর সিবিএসই ক্লাস 10 এর ফলাফল 55 দিনের মাথায় ঘোষণা করা হয়েছিল।

499/500 পেয়ে মোট 13 জন প্রথম স্থান অধিকার করেছে। 24 জন পরীক্ষার্থী 500 এর মধ্যে 498 পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে এবং 58 জন পরীক্ষার্থী 497 পেয়ে তৃতীয় স্থান দখল করেছে।

সরকারী অফিসিয়াল ওয়েবসাইট cbsc.nic.in এবং cbscresults.nic.in ছাড়াও, Google সার্চ করে ফলাফল জানা যাচ্ছে।

সিবিএসই রেজাল্ট 2019: অঞ্চল ভিত্তিক পাসের হার

1 তিরুবনন্তপুরম 99.85
2 চেন্নাই 99.00
3 আজমির 95.89
4 পঞ্চকুলা 93.72
5 প্রয়াগরাজ 92.55
6 ভুবনেশ্বর 9.22
7 পাটনা 91.86
8 দেরাদুন 89.04
9 দিল্লি 80.97
10 গুয়াহাটি 74.49

Check Also

করোনাতে আক্রান্ত হয়ে আমেরিকায় ১ লক্ষ থেকে ২ লক্ষ লোক মারা যেতে পারেন! 

নিউজ ডেস্ক: এখনও পর্যন্ত আমেরিকাতে ২৪৮৪ জন মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে। আমেরিকায় ১৪২,০৭০ জনের …

মৃত্যুপুরী স্পেনে একদিনে রেকর্ড ৮৩৮ জনের মৃত্যু, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬৫২৮ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত স্পেন। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। …

করোনা পরিস্থিতির মধ্যেই চাকরি হারাতে চলেছেন ১০ হাজার ৩২৩ শিক্ষক

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশর নাগরিকদের জীবনে অন্ধকার নেমে এসেছে। সেই সময় …

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের দোরগোড়ায়, মৃত্যু হয়েছ ৩০ হাজার ৮৭৯ জনের

নিউজ ডেস্ক: গোটা বিশ্বে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়ে থরহরি কম্প গোটা …

ভারতে আরও ১৯৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মোট আক্রান্ত ৯৩৩, মৃত ২০

নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনে …

সমাজসেবী সংগঠন ‘ইমসে’ এর উদ্যোগে চলছে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা অভিযান ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সমাজসেবী সংগঠন ইমসে এর ডিরেক্টর ডঃ উজ্জ্বয়নী হালিমের উদ্যোগে বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর …

করোনা আপডেট: বিনামূল্যে চার লক্ষ্য গৃহহীন ও অভাবী মানুষকে খাবার দেবে দিল্লি সরকার

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন। ফলে প্রবল …