Breaking News
Home / চাকরির খবর / প্রকাশিত হল সিএসসির নতুন পাঁচটি বিষয়ের ইন্টার্ভিউ লিস্ট: দেখে নিন আপনার কোন তারিখে পড়ল!

প্রকাশিত হল সিএসসির নতুন পাঁচটি বিষয়ের ইন্টার্ভিউ লিস্ট: দেখে নিন আপনার কোন তারিখে পড়ল!

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: আবার প্রকাশিত হলো সিএসসির নতুন কিছু বিষের ইন্টারভিউ লিস্ট। আজ মোট 5 টি বিষয়ের ইন্টারভিউ লিস্ট বের হয়েছে। বিষয় গুলো হলো বাংলা, এডুকেশন, মলিকুলার বায়োলজি এবং বায়োটেকনোলজি, সংস্কৃত এবং জুলোজি। নতুন বিষয়গুলির ইন্টার্ভিউ শুরু হবে 14 ই মে থেকে এবং শেষ হবে 16 ই মে। টানা তিন দিন চলবে ইন্টার্ভিউ। মোটামুটি 150 জন করে প্রত্যেক বিষয়ের উপর ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। প্রতিদিন দুই ফেজে মোট 50 জন করে ডাকা হয়েছে। প্রথম ফেজ 10.30 a.m. থেকে শুরু এবং দ্বিতীয় ফেজ 2.00 p.m. থেকে শুরু হবে। প্রার্থীদেরকে 30 মিনিট আগে নির্ধারিত স্থানে উপস্থিত হতে বলা হয়েছে। প্রতিটি বিষয়েরই এটা দ্বিতীয় ফেজ। মোট তিন দিন ধরে ইন্টারভিউ চলবে।

কোন বিষয়ের ইন্টার্ভিউ কবে:

বাংলা: 14-ই মে থেকে 16-ই মে
এডুকেশন: 14-ই মে থেকে 16-ই মে
মলিকুলার বায়োলজি এবং বায়োটেকনোলজি: 14-ই মে থেকে 16-ই মে
সংস্কৃত: 14-ই মে থেকে 16-ই মে
জুলোজি: 14-ই মে থেকে 16-ই মে

Check Also

সমাজসেবী সংগঠন ‘ইমসে’ এর উদ্যোগে চলছে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা অভিযান ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সমাজসেবী সংগঠন ইমসে এর ডিরেক্টর ডঃ উজ্জ্বয়নী হালিমের উদ্যোগে বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর …

করোনা আপডেট: বিনামূল্যে চার লক্ষ্য গৃহহীন ও অভাবী মানুষকে খাবার দেবে দিল্লি সরকার

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন। ফলে প্রবল …

করোনার জের: উচ্চ মাধ্যমিকের প্রজেক্ট জমার কাজ বাতিল

নিউজ ডেস্ক: আগেই স্থগিত করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনার জেরে এবার স্থগিত করা হল …

একই পরিবারের আক্রান্ত ৫, গোপন করার চেষ্টা করেছিল পরিবারটা

নিউজ ডেস্ক: রাজ্যে মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আরও পাঁচজন। ফলে এক ধাক্কায় রাজ্যে করোনা …

ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ১৩৬, মৃত বেড়ে ২০, সেরে উঠেছেন ৭৩ জন

নিউজ ডেস্ক: এই মূহুর্তে ইতালি বা চীন কে ছাপিয়ে গিয়েছে আমেরিকার আক্রান্তের সংখ্যা। মৃত্যু মিছিল …

ব্রেকিং: করোনাতে আক্রান্ত হলেন খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

নিউজ ডেস্ক: গোটা ইউরোপেই খুব খারাপ ভাবে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এটা এখন গোটা বিশ্বজুড়েই …

‘জেলায় জেলায় খাদ্য সংকট তৈরি হচ্ছ, প্রতি পঞ্চায়েতে হেল্প লাইন খুলুন’ মুখ্যমন্ত্রীকে বার্তা অধীরের

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন। ফলে প্রবল …