Breaking News
Home / চাকরির খবর / প্রকাশিত হল সিএসসির নতুন পাঁচটি বিষয়ের ইন্টার্ভিউ তালিকা: দেখে নিন আপনার কোন তারিখে পড়ল!

প্রকাশিত হল সিএসসির নতুন পাঁচটি বিষয়ের ইন্টার্ভিউ তালিকা: দেখে নিন আপনার কোন তারিখে পড়ল!

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: আজ প্রকাশিত হলো সিএসসির নতুন কিছু বিষের ইন্টারভিউ লিস্ট। আজ মোট 5 টি বিষয়ের ইন্টারভিউ লিস্ট বের হয়েছে। বিষয় গুলো হলো রসায়ন, ইংরেজি, ভূগোল, গণিত এবং ফিজিক্স। নতুন বিষয়গুলির ইন্টার্ভিউ শুরু হবে 2-রা মে থেকে এবং শেষ হবে 4-ঠা মে। মোটামুটি 150 জন করে প্রত্যেক বিষয়ের উপর ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। প্রতিদিন দুই ফেজে মোট 50 জন করে ডাকা হয়েছে। প্রথম ফেজ 10.30 a.m. থেকে শুরু এবং দ্বিতীয় ফেজ 2.00 p.m. থেকে শুরু হবে। প্রার্থীদেরকে 30 মিনিট আগে নির্ধারিত স্থানে উপস্থিত হতে বলা হয়েছে। ইংরেজি বাদে প্রতিটি বিষয়েরই এটা দ্বিতীয় ফেজ। ইংরেজির এটা পঞ্চম ফেজ। মোট তিন দিন ধরে ইন্টারভিউ চলবে।

কোন বিষয়ের ইন্টার্ভিউ কবে:

রসায়ন: 2-রা মে থেকে 4-ঠা মে
ইংরেজি: 2-রা মে থেকে 4-ঠা মে
ভূগোল: 2-রা মে থেকে 4-ঠা মে
গণিত: 2-রা মে থেকে 4-ঠা মে
ফিজিক্স: 2-রা মে থেকে 4-ঠা মে

Check Also

মৃত্যুপুরী স্পেনে একদিনে রেকর্ড ৮৩৮ জনের মৃত্যু, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬৫২৮ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত স্পেন। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। …

করোনা পরিস্থিতির মধ্যেই চাকরি হারাতে চলেছেন ১০ হাজার ৩২৩ শিক্ষক

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশর নাগরিকদের জীবনে অন্ধকার নেমে এসেছে। সেই সময় …

করোনার থাবায় জীবন ও জীবিকা বিপর্যস্ত গৃহশিক্ষকদের, রাজ্যের মুখাপেক্ষী গৃহশিক্ষকরা

নিউজ ডেস্ক: সাম্প্রতিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনে বিপর্যস্ত দেশ থেকে বিদেশের মানুষ ও অর্থনীতি। প্রভাব …

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের দোরগোড়ায়, মৃত্যু হয়েছ ৩০ হাজার ৮৭৯ জনের

নিউজ ডেস্ক: গোটা বিশ্বে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়ে থরহরি কম্প গোটা …

আরও ২ জনের শরীরে থাবা বসলো করোনা , বাংলায় আক্রান্ত বেড়ে ১৭

নিউজ ডেস্ক: ফের করোনার গ্রাসে বাংলা৷ বাংলার আরও দু’জনের দেহে মিলল করোনা ভাইরাসের হদিস৷ করোনা …

ভারতে আরও ১৯৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মোট আক্রান্ত ৯৩৩, মৃত ২০

নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনে …

সমাজসেবী সংগঠন ‘ইমসে’ এর উদ্যোগে চলছে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা অভিযান ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সমাজসেবী সংগঠন ইমসে এর ডিরেক্টর ডঃ উজ্জ্বয়নী হালিমের উদ্যোগে বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর …