Breaking News
Home / কোলকাতা / প্রকাশিত হলো সিএসসির পঞ্চম ফেজের ইন্টার্ভিউ লিস্ট

প্রকাশিত হলো সিএসসির পঞ্চম ফেজের ইন্টার্ভিউ লিস্ট

বিশ্ব বাংলা নিউজ পোর্টাল: আজ প্রকাশিত হলো সিএসসির পঞ্চম ফেজের ইন্টারভিউ লিস্ট। আজ মোট 7 টি বিষয়ের ইন্টারভিউ লিস্ট বের হয়েছে। বিষয় গুলো হলো আরবি (প্রথম ফেজ), কমপিউটার সায়েন্স (দ্বিতীয় ফেজ) , ইকোনোমিক্স (দ্বিতীয় ফেজ), ফিলোজোফি (চতুর্থ ফেজ), ফিজিকাল এডুকেশন (দ্বিতীয় ফেজ), সাঁওতালি (প্রথম ফেজ) এবং সোস‍্যিওলোজি (প্রথম ফেজ)। পঞ্চম ফেজের ভাইভা শুরু হবে 5ই মার্চ থেকে এবং শেষ হবে 9ই মার্চ। মোটামুটি 250 জন করে প্রত্যেক বিষয়ের উপর ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। প্রতিদিন দুই ফেজে মোট 50 জন করে ডাকা হয়েছে। প্রথম ফেজ 10.30 a.m থেকে শুরু এবং দ্বিতীয় ফেজ 2.00 p.m থেকে শুরু হবে। ক্যান্ডিডেটস দেরকে 30 মিনিট আগে নির্ধারিত স্থানে উপস্থিত হতে বলা হয়েছে। উপরের সবকটি বিষয়েরই এটা শেষ ফেজ।

কোন বিষয়ের ভাইভা কবে:
আরবি: 7ই মার্চ থেকে 9ই মার্চ
কমপিউটার সায়েন্স: 5ই মার্চ থেকে 9ই মার্চ
ইকোনোমিক্স: 5ই মার্চ থেকে 7ই মার্চ
ফিলোজোফি: 8ই মার্চ থেকে 9ই মার্চ
ফিজিকাল এডুকেশন: 5ই মার্চ থেকে 6ই মার্চ
সাঁওতালি: 7ই মার্চ থেকে 9ই মার্চ
সোস‍্যিওলোজি: 5ই মার্চ থেকে 6ই মার্চ

Check Also

করোনার কোপে বন্ধ শিক্ষকদের বদলি প্রক্রিয়া, থমকে অতিথি অধ্যাপকদের ডক্যুমেন্ট ভেরিফিকেশন, চিন্তায় শিক্ষকরা!

নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের আগে রাজ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল সরকার। চাকরিরত শিক্ষকদের নিজ নিজ …

আদৌ কি এ বছরের মধ্যে সম্পন্ন হবে এসএসসির নিয়োগ প্রক্রিয়া? চিন্তায় হবু শিক্ষকরা!

নিউজ ডেস্ক: করোনার জেরে গোটা বিশ্বেরই অর্থনীতির বেহাল দশা। দেশের আর্থিক অবস্থাও ভালো নয়। দেশজুড়ে …

প্রত্যেক দেশবাসীকে অন্তত একশো টাকা করে অনুদান হিসেবে দান করার আর্জি জানালেন আশা ভোঁসলে

নিউজ ডেস্ক: করোনা ভাইরাস মোকাবিলায় সিনেজগতের নামজাদা তারকারা ইতিমধ্যেই তাদের সামর্থ অনুযায়ী অর্থের অনুদান করেছেন …

লকডাউন পরিস্থিতিতে অসহায় দুঃস্থ পরিবারের হাতে খাদ্যদ্রব্য সামগ্রী তুলে দিল হেল্প কেয়ার সোসাইটি

নিউজ ডেস্ক: লকডাউন পরিস্থিতিতে অসহায় দুঃস্থ পরিবারের হাতে খাদ্যদ্রব্য সামগ্রী তুলে দিল নদীয়া জেলার হাঁসখালী …

লকডাউনের ফলে চরম বিপাকে গৃহশিক্ষকরা, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পেশ!

নিউজ ডেস্ক: সাম্প্রতিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনে বিপর্যস্ত দেশ থেকে বিদেশের মানুষ ও অর্থনীতি। প্রভাব …

আজ থেকেই শুরু হচ্ছে ভার্চুয়াল ক্লাস, রুটিন নিয়ে উঠছে প্রশ্ন!

নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে ভার্চুয়াল ক্লাস। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। বেলা ৩টে …

মুখ্যমন্ত্রীর আপদকালীন রিলিফ ফান্ডে‌ ১,০০,০০০ টাকা অনুদান বর্ধমান ফুডিস ক্লাবের

বর্ধমান: প্রায় ২৫০০ এরও বেশি পরিবারকে রেশন বিলি করা, প্রতিদিন প্রায় ১০০০ করে রুটি বিতরণ …

Leave a Reply

Your email address will not be published.