Breaking News
Home / কোলকাতা / প্রকাশিত হলো সিএসসির তৃতীয় ফেজের ইন্টার্ভিউ লিস্ট

প্রকাশিত হলো সিএসসির তৃতীয় ফেজের ইন্টার্ভিউ লিস্ট

বিশ্ব বাংলা নিউজ পোর্টাল: আজ প্রকাশিত হলো সিএসসির তৃতীয় ফেজের ইন্টারভিউ লিস্ট। আজ মোট 7 টি বিষয়ের ইন্টারভিউ লিস্ট বের হয়েছে। বিষয় গুলো হলো ইকোনোমিক্স, জিওলজি, ফিজিক‍্যাল এডুকেশন, সোসিওলোজ‍্যি, কম‍্যুউনিকেটিভ ইংলিশ, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এবং পার্সিয়ান। তৃতীয় ফেজের ভাইভা শুরু হবে 11 তারিখ থেকে এবং শেষ হবে 16 তারিখে। মোটামুটি 250 জন করে প্রত্যেক বিষয়ের উপর ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। প্রতিদিন দুই ফেজে মোট 50 জন করে ডাকা হয়েছে। প্রথম ফেজ 10.30 a.m থেকে শুরু এবং দ্বিতীয় ফেজ 2.00 p.m থেকে শুরু। ক্যান্ডিডেটস দেরকে 30 মিনিট আগে নির্ধারিত স্থানে যেতে বলা হয়েছে।

কোন বিষয়ের ভাইভা কবে:
ইকোনোমিক্স: 12 তারিখ থেকে 16 তারিখ
জিওলজি: 12 তারিখ থেকে 14তারিখ
ফিজিক‍্যাল এডুকেশন: 12 তারিখ থেকে 16 তারিখ
সোসিওলোজ‍্যি: 12 তারিখ থেকে 16 তারিখ
কম‍্যুউনিকেটিভ ইংলিশ: 15 তারিখ
ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি: 16 তারিখ
পার্সিয়ান: 16 তারিখ

Check Also

কলেজের অতিথি অধ্যাপকদের ধামাকাদার বেতন বৃদ্ধি

কলেজের অতিথি অধ্যাপকদের ধামাকাদার বেতন বৃদ্ধি

উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশিকা অমান্য করে ঘুরপথে ক্লাস টিচার নিয়োগ কলেজগুলোতে

উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশিকা অমান্য করে ঘুরপথে ক্লাস টিচার নিয়োগ কলেজগুলোতে

পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে আজ স্কুলে স্কুলে চলছে কালো ব্যাজ পরে ‘কালা দিবস’ পালন

পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে আজ স্কুলে স্কুলে চলছে কালো ব্যাজ পরে ‘কালা দিবস’ পালন

জীবন নাশের আশঙ্কা, শোভন ও বৈশাখিকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

শোভন বৈশাখী

চালু হয় গেল চার বছরের B.A. B.Ed. / B.Sc. B.Ed. এর ইন্টিগ্রেটেড কোর্স, বিজ্ঞপ্তি প্রকাশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ৭ টি কলেজে শুরু হচ্ছে এই ৪ বছরের ইন্টিগ্রেটেড B.A (B.ED)/B.SC ( B.ED) কোর্স। ভর্তি প্রক্রিয়া শুরু হবে চলতি মাসের ১৯ তারিখ থেকে এবং চলবে ০১/০৯/২০১৯ পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া চলবে অনলাইনে।

পুরুলিয়ায় একই পরিবারের ৩ জন সমেত, রাজ্যে বাজ পড়ে মৃত্যু হল ৭ জনের, আহত ১৬

দুপুর থেকেই চলছিল প্রবল বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। তার জেরেই মারা গেলেন ৭ জন। আহত হয়েছেন অন্তত ১৬ জন। মৃতদের মধ্যে ৩ ‌জন কলকাতার, ৩ জন পুরুলিয়ার এবং ১ জন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা।

ঘোষিত হল এসএসসির উচ্চ প্রাথমিকে শূন্যপদের সংখ্যা, তীব্র ক্ষোভ প্রকাশ হবু শিক্ষকদের

ঘোষিত হল এসএসসির উচ্চ প্রাথমিকে শূন্যপদের সংখ্যা, তীব্র ক্ষোভ প্রকাশ হবু শিক্ষকদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *