Breaking News
Home / কোলকাতা / প্রকাশিত হলো সিএসসির তৃতীয় ফেজের ইন্টার্ভিউ লিস্ট

প্রকাশিত হলো সিএসসির তৃতীয় ফেজের ইন্টার্ভিউ লিস্ট

বিশ্ব বাংলা নিউজ পোর্টাল: আজ প্রকাশিত হলো সিএসসির তৃতীয় ফেজের ইন্টারভিউ লিস্ট। আজ মোট 7 টি বিষয়ের ইন্টারভিউ লিস্ট বের হয়েছে। বিষয় গুলো হলো ইকোনোমিক্স, জিওলজি, ফিজিক‍্যাল এডুকেশন, সোসিওলোজ‍্যি, কম‍্যুউনিকেটিভ ইংলিশ, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি এবং পার্সিয়ান। তৃতীয় ফেজের ভাইভা শুরু হবে 11 তারিখ থেকে এবং শেষ হবে 16 তারিখে। মোটামুটি 250 জন করে প্রত্যেক বিষয়ের উপর ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। প্রতিদিন দুই ফেজে মোট 50 জন করে ডাকা হয়েছে। প্রথম ফেজ 10.30 a.m থেকে শুরু এবং দ্বিতীয় ফেজ 2.00 p.m থেকে শুরু। ক্যান্ডিডেটস দেরকে 30 মিনিট আগে নির্ধারিত স্থানে যেতে বলা হয়েছে।

কোন বিষয়ের ভাইভা কবে:
ইকোনোমিক্স: 12 তারিখ থেকে 16 তারিখ
জিওলজি: 12 তারিখ থেকে 14তারিখ
ফিজিক‍্যাল এডুকেশন: 12 তারিখ থেকে 16 তারিখ
সোসিওলোজ‍্যি: 12 তারিখ থেকে 16 তারিখ
কম‍্যুউনিকেটিভ ইংলিশ: 15 তারিখ
ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি: 16 তারিখ
পার্সিয়ান: 16 তারিখ

Check Also

আপারের নিয়োগ দুর্নীতি এবং আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক!

নিউজ ডেস্ক: কিছুদিন আগেই প্রকাশ হয়েছিল আপার প্রাইমারীর প্রভিশোনাল মেধা তালিকা। চাকুরী প্রার্থীরা বলছেন চরম …

মাধ্যমিক পাস যোগ্যতায় রেলে 4103 টি পদে নিয়োগ!

নিউজ ডেস্ক: দক্ষিণ মধ্য রেল Apprentice পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসি মেকানিক, কার্পেন্টার, …

৩২ বছরের নিরলস প্রচেষ্টা, বিশ্বের প্রথম হাতে সেলাই করা কুরআন সম্পূর্ণ করে বিরল গৌরব অর্জন করলেন!

নিউজ ডেস্ক: বিশ্বের প্রথম বারের মত হাতে সেলাই করা কুরআন সম্পূর্ণ করেছেন এক পাকিস্তানি মহিলা। …

আপারে শূন্যপদ তেমন বাড়ল না, কিছু বিষয়ে কমেও গেল, আশাহত চাকরি প্রার্থীরা! কি বলছে কমিশন?

নিউজ ডেস্ক: বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল আপার প্রাইমারীর প্রভিশোনাল মেরিট লিস্ট। যদিও তাঁতে দুর্নীতির …

পার্শ্ব শিক্ষকদের আন্দোলন যেন জন সমুদ্র: ভাতা নয় চাই বেতন কাঠামো, উঠছে কাঠমানি খাওয়ার অভিযোগ!

নিউজ ডেস্ক: পার্শ্বশিক্ষকদের একাধিক দাবিদাওয়া নিয়ে আন্দোলন চলছে অনেক দিন ধরেই। রাজ্য জুড়ে প্রাথমিক ও …

‘বুলবুল’ বলে গেল ‘সুন্দরবন বাঁচাও, এটাই শেষ ঝড় নয়’!

নিউজ ডেস্ক: প্রতিবারের মতো এবারও প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের সামনে বুক পেতে দিয়ে দুই বাংলাকে বাঁচাল সুন্দরবন। …

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১১টি কলেজে ৬৪৫ জন সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে!

নিউজ ডেস্ক: দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষাদানের চাকুরী হল চাকুরী প্রার্থীদের কাছে এক লোভনীয় ক্যারিয়ার। …

Leave a Reply

Your email address will not be published.