বিশ্ব বার্তা: অল্পের জন্য হাতছাড়া হয়েছে চাঁদ! মাটিতে নামার মাত্র ২.১ কিমি আগে ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। তাঁতে দমে না গিয়ে আবার বড় ঘোষণা করল ইসরো। ইসরোর প্রধান কে শিভান জানিয়েছেন, এবার লক্ষ্য গগনযান। এবার মহাকাশে পাঠানো হবে মানুষ। ২০২২ সাল নাগাদ ভারতীয় রকেটে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে ইসরো। এছাড়া আগামী বছর আরও একটি চন্দ্রযান অভিযান হবে বলেও এদিন জানিয়েছন ইসরো প্রধান।

উল্লেখ্য, ৪৭ দিনের যাত্রার পরে ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে নামার কথা ছিল ল্যান্ডার বিক্রমের। কিন্তু চাঁদের মাটি ছোঁয়ার কিছুটা আগেই ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের। কেন যোগাযোগ বিচ্ছিন্ন হল ল্যান্ডার বিক্রমের সঙ্গে? সেটা নিয়ে জাতীয় পর্যায়ের শিক্ষাবিদদের সঙ্গে মিলে বোঝার চেষ্টা করছেন ইসরো। তবে খুশির খবর হল, চন্দ্রযানের ২ -এর অপর গুরুত্বপূর্ণ অংশ ‘অরবিটার’ আশা অনুরূপ কাজ করছে বলে শনিবার জানিয়েছেন ইসরোর প্রধান।