Breaking News
Home / পলিটিক্স / নারদ কান্ডে বিস্ফোরক ম্যাথু, তুললেন শোভনের গ্রেফতারির দাবি!

নারদ কান্ডে বিস্ফোরক ম্যাথু, তুললেন শোভনের গ্রেফতারির দাবি!

বিশ্ব বার্তা: নারদ কাণ্ডের তদন্তে গতি বাড়াতে সিবিআই-এর ডাকে শহরে এসেছেন ম্যাথু স্যামুয়েল। শহরে এসেই নবমীতে দমদম বিমান বন্দরে নেমে বোমা ফাটিয়েছেন তিনি।

নারদ কান্ডে বর্ধমানের প্রাক্তন এসপি, এসএম এইচ মির্জাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিবিআই। এই বিষয়ে প্রশ্ন করলে ম্যাথু বলেন, নারদ কাণ্ডে আইপিএস অফিসার মির্জা ঘুষ নিলেও, সরাসরি টাকা হাতে নেননি মুকুল রায়। তবে ঘুর পথে টাকা মুকুলের কাছে পৌঁছে যেতে পারে। ম্যাথু আরও দাবি করেন, মির্জা টাকা নেওয়ার সময়ে, মুকুল রায়ের মোবাইল টাওয়ার লোকেশনও কাছাকাছিই ছিল।

মুকুল সরাসরি টাকা না নিলেও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ঘুষ নিয়েছেন বলে ম্যাথু জানিয়েছেন। ঘুষ নেওয়ার অপরাধে তাকে গ্রেফতারির দাবিও তুলেছেন নারদ কর্তা।

Check Also

বিজেপিকে পিছনে ফেলে রাজ্যে প্রথম হয়ে গেল বিরোধী দল কংগ্রেস!

নিউজ ডেস্ক: কর্ণাটকের স্থানীয় নগর নিগম নির্বাচনে ভালো ফল করল কংগ্রেস। ক্ষমতাসীন বিজেপিকে পিছনে ফেলে …

নিজেদের জেতা পঞ্চায়েতও হাতছাড়া হল বিজেপির, বড় ধাক্কা গেরুয়া শিবিরে!

নিউজ ডেস্ক: লোকসভা ভোটে মালদাতে ভালো ফল করেছিল বিজেপি। এবার সেই মালদাতেই চরম ধাক্কা খেল …

বিশাল ধাক্কা গেরুয়া শিবিরের, মারাঠা ভূমি হাতছাড়া হল বিজেপির, সরকার গঠন শিবসেনার

নিউজ ডেস্ক: অবশেষে মহারাষ্ট্র হাতছাড়া হল বিজেপির। শিবসেনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দিতে রাজি হয়েছে শরদ …

২১-এর বিধানসভা নিয়ে বড় দাবি অনুব্রত মণ্ডলের, করলেন বড় ভবিষৎবাণী

নিউজ ডেস্ক: লোকসভা ভোটে দারুন ফল করে প্রবল উজ্জীবিত ছিল বিজেপি। এখন যেন ভাটার টান …

বড় ধাক্কা বিজেপির, মহারাষ্ট্রে সরকার গড়বে তারাই জানিয়ে দিল শিবসেনা!

নিউজ ডেস্ক: মহারাষ্ট্রে সরকার গড়বে তাঁরাই, জানিয়ে দিল শিবসেনা। ফলে মারাঠা ভূমিতে খুব বড় ধাক্কা …

অরবিন্দ কেজরিওয়াল আপ পার্টি

শোচনীয় ফল আম আদমি পার্টির, নোটারও পিছনে পড়ে গেল অরবিন্দ কেজরিওয়ালের দল!

নিউজ ডেস্ক: মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা ভোটে শোচনীয় ফল করেছে আম আদমি পার্টি (আপ)। নোটার …

দ্বিতীয় বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মনোহরলাল খাট্টার

বিশ্ব বার্তা: বিজেপির মনোহরলাল খাট্টার দ্বিতীয়বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রবিবার। চণ্ডীগড়ের রাজ ভবনে …

Leave a Reply

Your email address will not be published.