Breaking News
Home / উত্তর বঙ্গ / দেবীগঞ্জ ফুটবল মাঠে রবিবার অনুষ্ঠিত হল নক আউট ফুটবল টুর্নামেন্টর ফাইনাল

দেবীগঞ্জ ফুটবল মাঠে রবিবার অনুষ্ঠিত হল নক আউট ফুটবল টুর্নামেন্টর ফাইনাল

চাঁচল, মালদা: দেবীগঞ্জ যুব ঐক্যের পরিচালনায় দেবীগঞ্জ ফুটবল মাঠে রবিবার নক আউট ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। এদিন দক্ষিণ শহর আদিবাসী ক্লাব, জিতারপুর আদিবাসী ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিল। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল জিতারপুর আদিবাসী ক্লাবকে। ফাইনাল ম্যাচে দর্শনীয় দুটি গোল করে ম্যান অফ দা ম্যাচ হন দক্ষিণ শহর আদিবাসী ক্লাবের রুবি হাঁসদা। দলের হয়ে অন্য গোলটি করেন মনোজ সরেন। জিতারপুর আদিবাসী ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন দীপক সরেন।

এদিন চাঁচল থানার আইসি সুকুমার ঘোষের উদ্যোগে ফাইনাল খেলার আগে প্রদর্শনী ম্যাচ হিসাবে মহিলাদের ফুটবল খেলাও অনুষ্ঠিত হয়। জিতারপুর মহিলা ক্লাব, চাঁচল থানার মহিলা ক্লাবকে হারিয়ে দিয়ে ট্রফি জিতে নেয়।

দেবীগঞ্জ যুব ঐক্যের সম্পাদক বলেন, এই ফুটবল টুর্নামেন্ট দেবীগঞ্জের ঐতিহ্যবাহি। দীর্ঘ ২০ বছর ধরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্পের ভাইস চেয়ারম্যান তজিমূল হোসেন, মালদা জেলার জেলা পরিষদের সদস্য মহ: সামিউল হক ইসলাম, বিশিষ্ট সমাজসেবী আফসার আলি, চাঁচল থানার মেজো বাবু তালিমুল হক সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ও ফুটবল প্রেমীরা।

Check Also

হেলিয়াগাছী অঃপ্রাঃ বিদ্যালয়ে বিদ্যুতের ব্যবহার ও সচেতনা নিয়ে সম্পন্ন হল বিশেষ শিবির

নিউজ ডেস্ক: আজ আমার বিদ্যালয় দঃ ২৪ পরগনার হেলিয়াগাছী অঃপ্রাঃ তে এক বিশেষ শিবির আয়োজন …

ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক (জিডিএস) পদে ২০২১টি শূন্যপদে নিয়োগ

নিউজ ডেস্ক: ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ ডাক সার্কেলে গ্রামীণ ডাক সেবক-শাখা পোস্ট মাস্টার (বিপিএম), সহকারী …

এসএসকে-এমএসকে শিক্ষাকেন্দ্রগুলি নিয়ে সরকারের বিশেষ কোনও পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: রাজ্যের শিশু ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলি (এসএসকে-এমএসকে) নিয়ে সরকারের এই মুহূর্তে বিশেষ কোনও পরিকল্পনা …

বর্ধিত বেতনের বিজ্ঞপ্তিতে অসঙ্গতি, আর্থিক ক্ষতির আশঙ্কায় প্রাথমিক শিক্ষকরা

নিউজ ডেস্ক: গত ১৩ ডিসেম্বর শিক্ষকদের বর্ধিত বেতনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। অপশন ফর্ম পূরণ করার …

প্রকাশিত হল ২০২০ আইপিএলের সময়সূচি, দেখে নিনি কেকেআরের মাঠে নামার সূচি

নিউজ ডেস্ক: প্রকাশিত হল ২০২০ আইপিএলের সময় সূচি। আইপিএলের সূচি প্রকাশ করল ভারতীয় বোর্ড। ২৯ …

শুরু হচ্ছে কলেজের অতিথি অধ্যাপকদের নথি যাচাই এবং ইন্টারভিউ প্রক্রিয়া!

নিউজ ডেস্ক: অতিথি শিক্ষক, আংশিক সময়ের শিক্ষক এবং চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের শিক্ষকদের একটি ছাতার তলায় …

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর দাবিতে পথ অবরোধ পড়ুয়া এবং অভিভাবকদের!

নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার দাবিতে আন্দোলন চালাচ্ছে বেশ কয়েকটি …

Leave a Reply

Your email address will not be published.