Breaking News
Home / রেসিপি / দুটো কলার দাম ৩৭৫ টাকা, উপরি পাওনা ৬৭ টাকা জিএসটি! অবাক করা দাম

দুটো কলার দাম ৩৭৫ টাকা, উপরি পাওনা ৬৭ টাকা জিএসটি! অবাক করা দাম

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: জিম থেকে বেরিয়ে অর্ডার করেছিলেন দুটো কলা! আর এই কলার দাম দেখেই মাথায় হাত ক্রেতার। কথা হচ্ছে অভিনাতে রাহুল বসুকে নিয়ে। অর্ডার দিতেই কলা পৌঁছে যায় নির্দিষ্ট স্থানে। সঙ্গে একটি বিল। বিল দেখেই মাথায় হাত রাহুল বসুর। মাত্র দুটো কলার জন্য বিল হয়েছে ৪৪২ টাকা। এর মধ্যে কলার দাম ৩৭৫ টাকা এবং জিএসটি ধরা হয়েছে ৬৭ টাকা। এখন প্রশ্ন হচ্ছে ‘ফুড প্লেটার’-এ ৫ শতাংশের বেশি জিএসটি নেওয়া যায় না সেখানে কি করে ১৮ শতাংশ জিএসটি ধার্য করে পাঁচতারা হোটেল! উঠছে প্রশ্ন।

ঘটনাটা চণ্ডিগড়ের। সেখানে একটি শ্যুটিংয়ের কাজে গিয়েছিলেন অভিনেতা রাহুল বসু। উঠেছিলেন একটি পাঁচতারা হোটেলে। সেখানেই দুটো কলার এমন অস্বাভাবিক দাম দেখে হতবাক তিনি। এরপর ট্যুইটারে ঘটনাটি জানিয়ে পোস্ট করেন রাহুল। যদিও এই বিষয়ে হোটেল কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। 

Check Also

দেশের মুখ বারবার মুখ উজ্জ্বল করবে বাঙালি, আবার NRC-তেও বাঙালি!

বিশ্ব বার্তা: এবছর অর্থনীতিতে নোবেল পেয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের …

অর্থনীতির হাত ধরে আবার বাঙালির বিশ্বজয়!

বিশ্ব বার্তা: আবার বাঙালির বিশ্বজয়। অমর্ত্য সেনের পর আবার অর্থনীতিতে নোবেল জয় বাঙালির। “বৈশ্বিক দারিদ্র্য …

গান্ধী কীভাবে আত্মহত্যা করেছিলেন, অবাক প্রশ্ন গুজরাটের একটি স্কুলে!

আহমেদাবাদ: আমরা সবাই জানি মহাত্মা গান্ধী কে হত্যা করা হয়েছিল। তাঁকে হত্যা করেছিল নাথুরাম গডসে। …

কি কারণে আত্মহত্যা করতে হল মেধাবী গণিতের গবেষককে? আছে কি সিএসসির গণিতের মেধা তালিকার কোনো সম্পর্ক!

বেলদা: গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এক গবেষক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত …

এসএসসি: কমছে অ্যাকাডেমিক নম্বর, হতে পারে সেটের মত পরীক্ষা,চলছে আপারের অভিযোগ খতিয়ে দেখা!

কোলকাতা: দুর্নীতি নিয়ে বারে বারে অভিযোগ উঠছে এসএসসির বিরুদ্ধে। ফলে বিতর্ক বন্ধ করতে এবার নিয়োগ …

আপনি যতটা মনে করছেন তার থেকেও শোচনীয় অবস্থা ভারতের বর্তমান আর্থিক অবস্থার: রাজন

বিশ্ব বার্তা: বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে অনেক লেখা লিখি হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকায়। রাজকোষের …

জিয়াগঞ্জ ও ফালাকাটার ঘটনার প্রতিবাদে ১৭ ই অক্টোবর, দুপুর ১২ টায় বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ

বিশ্ব বার্তা: দশমীর দিন জিয়াগঞ্জের লেবুবাগানে নিজের বাড়িতেই শিক্ষক বন্ধুপ্রকাশ পাল খুন হন তাঁর স্ত্রী …