Breaking News
Home / পলিটিক্স / তৃণমূলের উন্নয়নে সামিল হতে দু’হাজার বিজেপি কর্মীর যোগদান শাসক দলে

তৃণমূলের উন্নয়নে সামিল হতে দু’হাজার বিজেপি কর্মীর যোগদান শাসক দলে

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: আবার কেষ্ট ম্যাজিক! রাজ্যের উন্নয়নের শরিক হতে প্রায় দু’হাজার বিজেপি কর্মী যোগ দিলেন রাজ্যের শাসক দলে। দিদির প্রিয় ‘কেষ্ট’ অর্থাৎ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দেন ওই কর্মীরা। দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে অনুব্রত মন্ডল বলেন, “বিজেপি যে আসলে একটি সাম্প্রদায়িক দল তা সাধারণ মানুষ বুঝে গিয়েছে। তাই প্রচুর মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে। ওরা হিন্দুত্ব ছাড়া কিছুই বোঝে না। দেশের প্রকৃত উন্নয়নে ওদের মাথা ব্যাথা নেই। ফলে নিচু তলার কর্মীরা আর বিজেপির নীতিকে মেনে নিচ্ছেন না। তাই বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে আদর্শে করে তারা তৃণমূলে যোগ দিচ্ছেন।”

সদ্য শাসক দলে যোগ দেওয়া কর্মীরা বলেন, মানুষকে ধর্মের নাম করে হানাহানিতে জড়িয়ে দিচ্ছে বিজেপি। সাধারণ নিরীহ মানুষের জড়িয়ে পড়ছেন খুনোখুনিতে। এই চরম সাম্প্রদায়িক দল তারা কেউ করতে চান না। এছাড়া রাজ্যের শাসক দলের উন্নয়নের সঙ্গী হয়ে জোড়া ফুলে ভরসা রেখে সুন্দর ভবিষ্যতের লক্ষেই তারা তৃণমূলে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন। এক সঙ্গে এতজন কর্মী তৃণমূলে যোগ দেওয়াই, যথেষ্ট আনন্দিত রাজ্যের শাসক দল। 

Check Also

জমা পড়ল লিখিত অভিযোগ, ৪০০ স্কুল শিক্ষকের ব্যাপারে তদন্তে পর্ষদ, হতে পারে দৃষ্টান্তমূলক শাস্তি!

নিউজ ডেস্ক: স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই সরব ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট …

বড় ভাঙন বিজেপিতে, অন্তত ৬০০ জন বিজেপির নেতা-কর্মীর তৃণমূলে যোগদান!

নিউজ ডেস্ক: আবার ভাঙন গেরুয়া শিবিরে। এবার বিজেপির বড় ভাঙন হল হুগলিতে। কলকাতার মেয়র তথা …

জয়েন্ট এন্ট্রান্স মেন: ১০০/১০০! বাজিমাত ৯ পড়ুয়ার

নিউজ ডেস্ক: শুক্রবার প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা মেনের ফলাফল। এবছর সারা ভারত জুড়ে জয়েন্ট …

খাদ্য সুরক্ষাকার্ডে বাবার নাম উল্লেখ করা হয়েছে KKR NIGHT RIDERS, কোথাও বা বাল ব্রহ্মচারী, ক্ষুব্ধ গ্রাহকরা

নিউজ ডেস্ক: এর আগে পদবি, বয়স এসবের গোলমাল তো হতই৷ ভুল দেখা যেত ঠিকানাতেও৷ কিন্তু …

কাজকর্মে খুশি নয় শিক্ষা দপ্তর, সরে যেতে হল এসএসসির চেয়ারম্যানকে

নিউজ ডেস্ক: অপসারিত হলেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার। হাওড়ার জয়পুর কলেজের অধ্যক্ষ …

স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর দাবিতে এসডিও’র দ্বারস্থ বিভিন্ন স্কুলের ছাত্র/ ছাত্রী সহ অভিভাবকেরা

নিউজ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার দাবিতে আন্দোলন চালাচ্ছে বেশ কয়েকটি …

MURRAY LOWE

অস্ট্রেলিয়া: মৃতের মধ্যেই জীবন, ধ্বংসের মধ্যেই নতুন প্রাণ, রহস্যময় পৃথিবী সত্যিই অতুলনীয়ও

নিউজ ডেস্ক: কয়েক মাস ধরে নজিরবিহীন দাবানলে ছারখার হয়ে গেছে অস্ট্রেলিয়ার এক বড় অংশ। অন্তত …