Breaking News
Home / পশ্চিমবঙ্গ / ডিআই অফিসে তুলে দেওয়া হল শিক্ষকের টিউশন করার ভিডিও, ব্যবস্থা না নিলে চরম আন্দোলনের হুঁশিয়ারি!

ডিআই অফিসে তুলে দেওয়া হল শিক্ষকের টিউশন করার ভিডিও, ব্যবস্থা না নিলে চরম আন্দোলনের হুঁশিয়ারি!

নিউজ ডেস্ক: স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার দাবিতে এবং যাঁরা বেআইনি ভাবে পড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নেওয়ার দাবিতে বারাসাত ডিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসুচী দেখালো গৃহশিক্ষক কল্যাণ সমিতি। এর আগে ১৩ই জানুয়ারি এই মর্মে একটি ডেপুটেশনও দেওয়া হয় ডিআইকে। সেটা কার্যকর করার দাবি তোলা হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। সংগঠনের রাজ্য সম্পাদক দীপঙ্কর দাসের নেতৃত্বে এই মিছিল হয়। বারাসাত রেল স্টেশনের ১নং লন থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ডিআই অফিসের সামনে। জেলার অন্তত ৩৫০ জন গৃহশিক্ষক এই মিছিলে অংশ গ্রহণ করেন।

প্রবল বিক্ষোভের ফলে কতৃপক্ষ বাধ্য হয় গৃহশিক্ষকদের সঙ্গে কথা বলতে। প্রায় ৩০ মিনিট কথা হয়। শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান হয়েছে ডিআই অফিস থেকে। এর আগে গত ৭ জানুয়ারি বারাসাত ডিআই থেকে একটি সার্কুলার জারি করা হয়। সেখানে জেলার সমস্ত শিক্ষকদের প্রাইভেট টিউশন না করার কথা বলা হয়। এছাড়া টিউশন না পড়ানোর ব্যাপারে একটি মুচলেকা দেওয়ার কথাও বলা হয়।

সংগঠনের রাজ্য যুগ্ম সেক্রেটারি দীপঙ্কর দাস এবং রাজ্য কমিটির সদস্য অভিজিৎ প্রামানিক ডিআই স্যারের কাছে বিভিন্ন শিক্ষকের টিউশন করার ভিডিও তুলে দেন এবং বলেন যদি মুচলেকা দেওয়ার পরও শিক্ষকেরা প্রাইভেট টিউশন করেন, তবে যেন উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হয়। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়, যদি ওই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তবে ডিআই অফিসের সামনে ধর্ণা দিয়ে বসে থাকবেন তাঁরা। এছাড়া জেলার সমস্ত টিউশনরত শিক্ষকদের বাড়ির সামনে বিক্ষোভ ধর্ণায় বসবে। ডিআই অফিস থেকে বলা হয়েছে আগামী ২৯ জানুয়ারির পর রাজ্য প্রতিনিধিকে দেখা করতে।

Check Also

স্কুল স্তরে কম্পিউটার শিক্ষার মান উন্নয়নে, কম্পিউটার শিক্ষাকে বিষয়ভিত্তিক করার দাবি আইসিটি শিক্ষকদের

নিউজ ডেস্ক: রাজ্যে আইসিটি শিক্ষকদের বঞ্চনার ইতিহাস বহুদিনের। সরকার অধীনস্থ সংস্থা ওয়েবেল, রাজ্যের বিভিন্ন শিক্ষা …

বিদ্যুৎ কর্মীদের ডিএ ১০%, বাড়ি ভাড়া বাবদ অনুদান ১৬%, ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মীরা

নিউজ ডেস্ক: বর্তমানে রাজ্য সরকারি কর্মীদের ডিএ শূণ্য। ডিএ বৃদ্ধির ব্যাপারে কোনও হেলদোল নেই রাজ্যের। …

উত্তরপত্র মূল্যায়নে বা নম্বর গুনতে ভুল করলেই বিভাগীয় তদন্তের মুখে পড়তে হবে শিক্ষকদের: কড়া পর্ষদ

নিউজ ডেস্ক: প্রত্যেক বছরই মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে ভুলের অভিযোগ নিয়ে জেরবার হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। হাজার …

পরীক্ষাকেন্দ্রে মোবাইল সহ পাকড়াও এক পার্শ্বশিক্ষক, অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন!

নিউজ ডেস্ক: প্রশ্ন আউট ঠেকাতে ও অবাঞ্চিত ঘটনা রুখতে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা পুরোপুরি …

২৫% হারে পেনশন বাড়ছে রাজ্যের অবসরপ্রাপ্ত শিক্ষকদের, জারি বিজ্ঞপ্তি!

নিউজ ডেস্ক: আগেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে পেনশন বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এবার …

প্রয়াত যাদবপুরের প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট শিক্ষাবিদ নেতাজী পরিবারের সদস্যা শ্রীমতি কৃষ্ণা বসু

নিউজ ডেস্ক: চলে গেলেন প্রাক্তন যাদবপুরের প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট শিক্ষাবিদ নেতাজী পরিবারের সদস্যা শ্রীমতি …

অবশেষে সংশোধিত পেনশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি রাজ্যের, বড় স্বস্তি অবসরপ্রাপ্ত শিক্ষকদের

নিউজ ডেস্ক: আগেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে পেনশন বিজ্ঞপ্তি জারি হয়েছিল। এবার …

Leave a Reply

Your email address will not be published.