Breaking News
Home / চাকরির খবর / জে.ই.ই. মেইন 2019 পরীক্ষার এডমিট কার্ড ও সময় সূচী

জে.ই.ই. মেইন 2019 পরীক্ষার এডমিট কার্ড ও সময় সূচী

জে.ই.ই. মেইন এডমিট কার্ড: জাতীয় পরীক্ষার সংস্থা (এনটিএ) 7 এপ্রিল থেকে যৌথ প্রবেশিকা পরীক্ষা (জেইই) পরিচালনা করবে। 20 মার্চ (বুধবার) থেকে প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট, jeemain.nic.in থেকে তাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

এডমিট কার্ডে ভেন্যু, সময় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য পেপার-1 এবং স্থাপত্যবিদ্যায় ভর্তির জন্য পেপার-2 পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। পরীক্ষার সময় তিন ঘণ্টা। জে.ই.ই. মেইন দুটো ফেজে পরিচালিত হবে। পেপার-1 পরীক্ষাটি সকাল 9.30 এবং পেপার-2 পরীক্ষাটি বিকাল 2.30 তে শুরু হবে।

পরীক্ষার নতুন সময় সূচী:
পেপার-1: 8, 9,10,12 এপ্রিল, 2019
পেপার-2: 7 এপ্রিল, 2019

এনটিএ জে.ই.ই. মেইন এডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি:
স্টেপ 1: অফিসিয়াল ওয়েবসাইট, jeemain.nic.in পরিদর্শন করুন।
স্টেপ 2: হোমপেজের, ‘জেইই মেইন এপ্রিল 2019-এ অ্যাডমিট কার্ড’ লিঙ্কে ক্লিক করুন।
স্টেপ 3: একটি নতুন পেজ খুলে যাবে।
স্টেপ 4: রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে লগ ইন করুন।
স্টেপ 5: এডমিট কার্ড প্রদর্শিত হবে, সেটি ডাউনলোড করুন।

Check Also

মৃত্যুপুরী স্পেনে একদিনে রেকর্ড ৮৩৮ জনের মৃত্যু, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬৫২৮ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত স্পেন। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। …

করোনা পরিস্থিতির মধ্যেই চাকরি হারাতে চলেছেন ১০ হাজার ৩২৩ শিক্ষক

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশর নাগরিকদের জীবনে অন্ধকার নেমে এসেছে। সেই সময় …

করোনার থাবায় জীবন ও জীবিকা বিপর্যস্ত গৃহশিক্ষকদের, রাজ্যের মুখাপেক্ষী গৃহশিক্ষকরা

নিউজ ডেস্ক: সাম্প্রতিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনে বিপর্যস্ত দেশ থেকে বিদেশের মানুষ ও অর্থনীতি। প্রভাব …

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের দোরগোড়ায়, মৃত্যু হয়েছ ৩০ হাজার ৮৭৯ জনের

নিউজ ডেস্ক: গোটা বিশ্বে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়ে থরহরি কম্প গোটা …

আরও ২ জনের শরীরে থাবা বসলো করোনা , বাংলায় আক্রান্ত বেড়ে ১৭

নিউজ ডেস্ক: ফের করোনার গ্রাসে বাংলা৷ বাংলার আরও দু’জনের দেহে মিলল করোনা ভাইরাসের হদিস৷ করোনা …

ভারতে আরও ১৯৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মোট আক্রান্ত ৯৩৩, মৃত ২০

নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনে …

সমাজসেবী সংগঠন ‘ইমসে’ এর উদ্যোগে চলছে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা অভিযান ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সমাজসেবী সংগঠন ইমসে এর ডিরেক্টর ডঃ উজ্জ্বয়নী হালিমের উদ্যোগে বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর …