Breaking News
Home / কোলকাতা / চাকরির স্থায়িত্ব ও নির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে ১৮ই জুলাই আবার পথে নামছেন রাজ্যের কয়েক হাজার অতিথি অধ্যাপকরা

চাকরির স্থায়িত্ব ও নির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে ১৮ই জুলাই আবার পথে নামছেন রাজ্যের কয়েক হাজার অতিথি অধ্যাপকরা

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: ৬০ বছর পর্যন্ত চাকরির স্থায়িত্ব ও স্থায়ী বেতন কাঠামোর দাবিতে ফের পথে নামতে চলেছেন রাজ্যের কয়েক হাজার অতিথি অধ্যাপকরা। এর আগে একই দাবি নিয়ে সমবেত হয়ে ৯জুন হাজরার মোড়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন তাঁরা। এর পরই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, নিজের বাড়িতে অতিথি অধ্যাপকদের ডাকেন আলোচনার জন্য। প্রায় ২ ঘন্টা ৪৫ মিনিট শিক্ষামন্ত্রী আলোচনা করেন ১০জন অতিথি অধ্যাপকদের সঙ্গে। ওইদিন আলোচনার পর ১৫ দিন সময় চেয়ে নেন শিক্ষামন্ত্রী এবং অতিথি অধ্যাপকদের আশ্বাস দেন তাদের সমস্ত দাবি খতিয়ে দেখা হবে বলে।

কিন্তু ১৫ দিন পর শিক্ষামন্ত্রীকে ফোন করা হলে তিনি বলেন, অতিথি অধ্যাপকদের বিধানসভায় ডাকা হবে। সে কথারও খেলাপি করেন শিক্ষামন্ত্রী। এরপর বারবার ফোন করা হলে তিনি কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখাননি। ফলে শিক্ষামন্ত্রীর আচরণে ক্ষুব্ধ অতিথি অধ্যাপকরা আবারও ১৮ জুলাই হাজরার মোড়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে নামতে চলেছেন বলে জানিয়েছেন অতিথি অধ্যাপকরা। যদি যথোপযুক্ত ব্যবস্থা না নেওয়া, তবে বিক্ষোভ অনশনে পর্যন্ত গড়াতে পারে বলে জানিয়েছে তাঁরা। এখন দেখার বিষয়, তাদের এই আন্দোলন, অনস্থান বিক্ষোভে আদৌ বরফ গেলে কিনা!

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে রাজ্যে অতিথি অধ্যাপক আছেন প্রায় ১৩ হাজার, ফুল টাইম অধ্যাপক আছেন প্রায় ১২হাজার এবং পার্ট টাইম অধ্যাপক আছেন ৫ হাজার। কলেজে ক্লাস নেওয়া ছাড়াও প্রশ্ন তৈরী, খাতা দেখা, পরীক্ষার ডিউটি দেওয়ার মত কাজগুলি করেন অতিথি অধ্যাপকেরা। কিন্তু তাঁদের মাসিক ভাতা খুবই কম। ক্লাস পিছু ভাতা কোথাও ১০০-১৫০ টাকা, আবার কোথাও খুব বেশি হলে ৫ হাজার টাকা। বর্তমানে একজন ছাত্রদের মাসিক খরচ অতিথি অধ্যাপকদের বেতনের থেকেও বেশি! 

Check Also

জেসিকা কক্স: দুই হাত ছাড়াই জন্ম নেওয়া নারীর আকাশজয়

– অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানের স্নাতক জেসিকা কক্স দুই বহু ছাড়াই প্রথম লাইসেন্সধারী পাইলট হন …

জ্বলছে আসাম, পুড়ছে ত্রিপুরা, স্তব্ধ মণিপুর, ইন্টারনেট বন্ধ, ক্যাবের বিরুদ্ধে চলছে প্রবল বিক্ষোভ

নিউজ ডেস্ক: সোমবার লোকসভায় বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাস হওয়ার একদিন পর আসাম, …

নাগরিক সংশোধনী বিল (CAB): অমিত শাহর উপর নিষেধাজ্ঞার প্রস্তাব মার্কিন কমিশনের

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন ইউএসসিআইআরএফ বলেছে, ‘নাগরিকত্ব (সংশোধনী) বিল বিপজ্জনক ভাবে …

মিস ইউনিভার্স ২০১৯ এর মুকুট মাথায় উঠল দক্ষিণ আফ্রিকার জোজিবিনি টুনজির

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সুন্দরী জোজিবিনি টুনজির মাথায় উঠল ২০১৯ সালের মিস ইউনিভার্সের মুকুট। দক্ষিণ …

এমফিল/পিএইচডিতে ভর্তির নতুন বিজ্ঞপ্তি জারি করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক: পিএইচডি করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ভালো খবর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এমফিল / পিএইচডি প্রোগ্রাম …

উন্নাও কেসে গ্রেফতার করা হল পাঁচ জনকে, ধৃতরা সকলেই প্রভাবশালী!

নিউজ ডেস্ক: আগুনে ঝলসানো উন্নাওয়ের দগ্ধ ধর্ষিতা তরুণী মারা গেলেন গতকাল রাতে। সেই তরুণী, যিনি …

সব সেঞ্চুরি সুখকর নয়: একশ পর করে দেড়শোর পথে পেঁয়াজ!

নিউজ ডেস্ক: আগেই সেঞ্চুরি করে ফেলেছে পেঁয়াজের দাম। এবার সেঞ্চুরি হাঁকিয়ে একেবারে দেড়শোর পথে পেঁয়াজ! …