Breaking News
Home / চাকরির খবর / ঘোষিত হল এসএসসির উচ্চ প্রাথমিকে শূন্যপদের সংখ্যা, তীব্র ক্ষোভ প্রকাশ হবু শিক্ষকদের

ঘোষিত হল এসএসসির উচ্চ প্রাথমিকে শূন্যপদের সংখ্যা, তীব্র ক্ষোভ প্রকাশ হবু শিক্ষকদের

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: উচ্চ প্রাথমিকে শূন্যপদ ঘোষিত হলো। আজ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) স্কুল গুলির উচ্চ প্রাথমিক স্তরে মোট শূন্যপদের সংখ্যা ঘোষণা করলো। এসএসসি জানিয়েছে উচ্চ প্রাথমিক স্তরে মোট শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯ টি। প্যারা-টিচার দের জন্য সংরক্ষিত শূন্যপদ বাদ দিয়ে এতগুলো শূন্যপদ রয়েছে।

এদিকে এসএসসিতে উচ্চ প্রাথমিক স্তরে ইন্টারভিউয়ে মোট ডাক পেয়েছেন ২৮,০০০ জনের মত। ফলে অন্তত ১৩,০০০ জন চাকরি পাবেন না। তাঁরা থাকবেন ওয়েটিং লিস্টে। আর এখানেই প্রশ্ন তুলেছেন রাজ্যের হবু শিক্ষকেরা। তাঁরা বলছেন, “স্কুলগুলিতে গত পাঁচ বছর ধরে নিয়োগ বন্ধ। প্রয়োজনীয় শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের বেশিরভাগ স্কুল। যেখানে বেশিরভাগ স্কুলে শিক্ষকের অকাল, সেখানে শূন্যপদের সংখ্যাএতো কম হয় কি করে? এসএসসি রাজ্যের বেকার ছেলে-মেয়েদের সঙ্গে ছেলে খেলা করছে! উচ্চ প্রাথমিকে আপডেট শূন্যপদ অন্তত ২০,০০০ হওয়া উচিত।

অন্যদিকে উচ্চ প্রাথমিকে দুর্নীতি নিয়ে হাই কোর্টে যে কেস চলছিল তার শুনানি পিছিয়ে গেল। পরবর্তী শুনানি পিছিয়ে ২২ তারিখ করা হল। ফলে উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ প্রক্রিয়া আরও পিছিয়ে গেল। এখন অপেক্ষা ২২ তারিখের!

Check Also

পরীক্ষাকেন্দ্রে মোবাইল সহ পাকড়াও এক পার্শ্বশিক্ষক, অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন!

নিউজ ডেস্ক: প্রশ্ন আউট ঠেকাতে ও অবাঞ্চিত ঘটনা রুখতে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা পুরোপুরি …

প্রশ্ন ফাঁস করলে বা মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে আজীবন বহিষ্কার পরীক্ষার্থীকে!

নিউজ ডেস্ক: প্রশ্ন ফাঁস নিয়ে বারে বারে অস্বস্তিতে পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১২ মার্চ থেকে …

এসএসসির শিক্ষক নিয়োগে আমূল পরিবর্তন, দেখে নিন এক নজরে!

নিউজ ডেস্ক: বড় রকমের পরিবর্তন হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায়। এবার থেকে নয়া …

ইসরোতে চাকরির বড় সুযোগ, উচ্চ মাধ্যমিক পাস থাকলেই করা যাবে আবেদন

নিউজ ডেস্ক: বড় শূন্যপদ পূরণ করতে চলেছে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের পীঠস্থান দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ …

হেলিয়াগাছী অঃপ্রাঃ বিদ্যালয়ে বিদ্যুতের ব্যবহার ও সচেতনা নিয়ে সম্পন্ন হল বিশেষ শিবির

নিউজ ডেস্ক: আজ আমার বিদ্যালয় দঃ ২৪ পরগনার হেলিয়াগাছী অঃপ্রাঃ তে এক বিশেষ শিবির আয়োজন …

১১৬টি শিক্ষাকর্মী পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি দিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। বেশ কয়েক বছর শিক্ষাকর্মী নিয়োগ করতে চলেছে রবীন্দ্রভারতী …

ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক (জিডিএস) পদে ২০২১টি শূন্যপদে নিয়োগ

নিউজ ডেস্ক: ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ ডাক সার্কেলে গ্রামীণ ডাক সেবক-শাখা পোস্ট মাস্টার (বিপিএম), সহকারী …