Breaking News
Home / হেড লাইনস / ‘ঘরজামাই থাকতে চাই, শিলিগুড়িতে ছোটো ও উচ্চবিত্ত পরিবারে পাত্রীর ১০ কোটি টাকার সম্পত্তি চাই’, আজব বিজ্ঞাপন প্রাথমিক স্কুল শিক্ষকের

‘ঘরজামাই থাকতে চাই, শিলিগুড়িতে ছোটো ও উচ্চবিত্ত পরিবারে পাত্রীর ১০ কোটি টাকার সম্পত্তি চাই’, আজব বিজ্ঞাপন প্রাথমিক স্কুল শিক্ষকের

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: এর আগে বিয়ের বিভিন্ন আজগুবি বিজ্ঞাপন অতীতেও দেখা গিয়েছে বিভিন্ন খবরের কাগজের বিজ্ঞাপনে। অনেক ক্ষেত্রেই পাত্র বা পাত্রী নিজেদের অবাক করা চাহিদার কথা উল্লেখ করেছেন। কিন্তু উত্তর বঙ্গের এক প্রাথমিক শিক্ষকের চাহিদার কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ছে। মেয়ের ১০ কোটি টাকার সম্পত্তি থাকলে তবেই বিয়ে করবেন বলে জানিয়েছেন ওই প্রাথমিক স্কুল শিক্ষক পাত্র। এমন চাহিদা দেখে পাত্রের মাথা ঠিক আছে কি না সেই প্রশ্নই তুলেছেন অনেকে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ওই স্কুলশিক্ষক এরকম কুরুচিকর বিজ্ঞাপন দিয়ে সমগ্র নারী জাতিকে অপমান করেছেন।

বিজ্ঞাপনে পাত্র লিখেছেন “পাত্র প্রাথমিক শিক্ষক ৪২/৫’৭”, একমাত্র পুত্র, সুদর্শন, নিরামিষভোজী, মা পেনশন ভোগী। কালিয়াগঞ্জ শহরে বাড়ী। ঘরজামাই থাকতে চাই। শিলিগুড়িতে ছোটো ও উচ্চবিত্ত পরিবারে পাত্রীর ১০ কোটি টাকার সম্পত্তি চাই। প্রকৃত বিয়ে করতে ইচ্ছুক এমন পাত্রী যোগাযোগ করুন।”

পাত্র নিজের ফোন নম্বরও উল্লেখ করেছেন। তবে ওই ফোন নম্বরে একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্ধের পর থেকে ওই পাত্রের ফোন সুইচ অফ পাওয়া যায়। অনেকেই বলছেন, বিজ্ঞাপন দেখে বহু লোকের বিদ্রুপের মুখে পড়ে বাধ্য হয়েছেন বলেই ফোন সুইচ অফ করতে বাধ্য হয়েছেন ওই শিক্ষক পাত্র। তবে ঘটনায় বিস্মিত অনেকেই। তাঁরা প্রশ্ন তুলেছেন, একজন শিক্ষকের যদি এমন রুচি হয়, তবে ছাত্রদের তিনি কী শেখাবেন! 

Check Also

পরীক্ষাকেন্দ্রে মোবাইল সহ পাকড়াও এক পার্শ্বশিক্ষক, অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন!

নিউজ ডেস্ক: প্রশ্ন আউট ঠেকাতে ও অবাঞ্চিত ঘটনা রুখতে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা পুরোপুরি …

প্রশ্ন ফাঁস করলে বা মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে আজীবন বহিষ্কার পরীক্ষার্থীকে!

নিউজ ডেস্ক: প্রশ্ন ফাঁস নিয়ে বারে বারে অস্বস্তিতে পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ১২ মার্চ থেকে …

ইসরোতে চাকরির বড় সুযোগ, উচ্চ মাধ্যমিক পাস থাকলেই করা যাবে আবেদন

নিউজ ডেস্ক: বড় শূন্যপদ পূরণ করতে চলেছে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের পীঠস্থান দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ …

হেলিয়াগাছী অঃপ্রাঃ বিদ্যালয়ে বিদ্যুতের ব্যবহার ও সচেতনা নিয়ে সম্পন্ন হল বিশেষ শিবির

নিউজ ডেস্ক: আজ আমার বিদ্যালয় দঃ ২৪ পরগনার হেলিয়াগাছী অঃপ্রাঃ তে এক বিশেষ শিবির আয়োজন …

ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক (জিডিএস) পদে ২০২১টি শূন্যপদে নিয়োগ

নিউজ ডেস্ক: ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ ডাক সার্কেলে গ্রামীণ ডাক সেবক-শাখা পোস্ট মাস্টার (বিপিএম), সহকারী …

এসএসকে-এমএসকে শিক্ষাকেন্দ্রগুলি নিয়ে সরকারের বিশেষ কোনও পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: রাজ্যের শিশু ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলি (এসএসকে-এমএসকে) নিয়ে সরকারের এই মুহূর্তে বিশেষ কোনও পরিকল্পনা …

বর্ধিত বেতনের বিজ্ঞপ্তিতে অসঙ্গতি, আর্থিক ক্ষতির আশঙ্কায় প্রাথমিক শিক্ষকরা

নিউজ ডেস্ক: গত ১৩ ডিসেম্বর শিক্ষকদের বর্ধিত বেতনের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। অপশন ফর্ম পূরণ করার …