নিউজ ডেস্ক: দেশ জুড়ে পোস্ট অফিসগুলিতে প্রায় ২০ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। যার মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদের সংখ্যা ছিল ছয় হাজারের মত।
যদিও বিমাতৃ সুলভ আচরণ করে ডাক বিভাগ, গ্রামীণ ডাক সেবক পদে পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা ছাত্রছাত্রীদের জন্য আবেদনের নিষেধাজ্ঞা জারী করেছিল। কেন্দ্র সরকারের এই পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন কয়েকজন মাদ্রাসা বোর্ডে উত্তীর্ণ কয়েকজন পড়ুয়া।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মাদ্রাসা বোর্ডের দিকেই যায়। সেই রায় মেনে নিয়ে ডাক বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, আগামী ০৫/১২/২০১৯ থেকে ১৪/১২/২০১৯ পর্যন্ত শুধুমাত্র মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ ছেলেমেয়েদের আবেদনের সুযোগ দেওয়া হবে। এর জন্য ডাক বিভাগ আবেদনের অনলাইন পোর্টালটি খুলে দেবে। মাদ্রাসা উত্তীর্ণ সকল প্রার্থী আবেদন করতে পারবেন।
বিশিষ্ট সমাজসেবী জিম নওয়াজ এই প্রসঙ্গে বলেছেন, ‘রাজ্যের মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসা শিক্ষক-অশিক্ষক বৃন্দ, সমস্ত মুসলিম সংগঠন এবং সচেতন মানুষদের কাছে আমার বিনীত আবেদন, মাদ্রাসা থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা সমস্ত ছাত্রছাত্রীদের এই খবরটি জানিয়ে দিন, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিন। মনে রাখবেন, ডাক বিভাগের এই চাকুরিটির জন্য কোনো পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না। শুধুমাত্র মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে এবং আবেদনকারীরা চাকুরি পাবেন।’