Breaking News
Home / দক্ষিণ বঙ্গ / কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে প্রথম বারের মত শুরু হলো লিটিল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব

কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে প্রথম বারের মত শুরু হলো লিটিল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব

কৃষ্ণনগর: শুরু হলো নদীয়াজেলা লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে এবছর প্রথম শুরু হলো লিটিল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব। মেলার প্রদীপ প্রজ্জোলন করে উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক সুধীর চক্রবর্ত্তী মহাশয়। প্রচুর ছোট বই এর সম্ভার নিয়ে অনেক ছোটবড় প্রকাশক এই মেলায় তাদের পসরা সাজিয়েছেন। নদীয়া ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রকাশকরা এসেছেন বই নিয়ে।

মেলার প্রথমদিন মানুষের ভীড় চোখে পড়ার মত। বইএর পাশে এই মেলার বিশেষ আকর্ষন কৃষ্ণনগর চারুকলা সোসাইটির শিল্পকর্মশালা ও মুক্তচিত্রপ্রদর্শণী। শিল্পীরা তাদের মনের কল্পনাকে তাদের সাদা ক্যানভাসে রুপদিচ্ছে তাদের সাদা ক্যানভাসে।

মেলার আহ্বায়ক অমৃতাভ দে বলেন, ‘প্রচুর বই এর ষ্টল, লেখক, প্রকাশক, কবিদের পাশাপাশি কৃষ্ণনগর চারুকলা সোসাইটির শিল্পীদের এক ছাদের তলায় আনতে আমি ও মেলার প্রতিটি সদস্য খুব আনন্দিত। মেলায় গান, আবৃত্তি, কবিতাপাঠ, গান, গল্প,পুরষ্কার প্রদান ও একটি প্রদর্শনী কক্ষের আয়োজন করা হয়েছে।’ এইবার প্রথম আয়োজন, পরের আরো নতুন কিছু শহরের মানুষকে উপহার দেবো। শহরে এমন একটি মেলা পেয়ে মেলার উদ্যক্তা থেকে শহরবাসী সকলেই খুব খুশী।

Check Also

অনাদর, অবহেলাতেই পড়ে থাকল কথা-সাহিত্যিক বিভূতিভূষণের বসতভিটে

বিশ্ব বার্তা: ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর ২৪ পরগনার শ্রীপল্লি ব্যারাকপুর গ্রাম। তারই এক প্রান্তে বন-বাদারে …

‘মানুষ মানুষের জন্য’ এই মন্ত্রকে সামনে রেখেই এগিয়ে চলছে স্বেচ্ছাসেবী সংগঠন “প্রয়াস”

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না” এই গানটির প্রতিটি …

আদিবাসী গ্রামের পিছিয়ে পড়া ছেলে-মেয়েদের আলোর দিশা দেখাচ্ছে জীবনদীপ পাঠশালা

জীবনদীপ পাঠশালা

স্কুল থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাথমিক শিক্ষকের, গুরুতর আহত পাঁচজন

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাথমিক শিক্ষকের

খোলা রাস্তায় শাশুড়ি-বউমার চুলোচুলি, দাঁড়িয়ে দেখছেন স্বামী-শ্বশুর (ভিডিও)

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: দুজনেই সংসারের কর্ত্রী৷ একজন সাবেক, অন্যজন বর্তমান। দুজনেই সংসারে অত্যান্ত গুরুত্তপূর্ণ। …

দশম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রবল বিক্ষোভ ছড়াল স্কুলে, অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: দশম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রবল বিক্ষোভ ছড়াল পশ্চিম মেদিনীপুরের …

মোবাইল চার্জ বসিয়ে হেডফোনে কথা, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক যুবতীর

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: হেডফোন লাগিয়ে চলছিল কথাবার্তা, কিন্তু মোবাইল বসানো ছিল চার্জে। ঘটে গেল …

Leave a Reply

Your email address will not be published.