Breaking News
Home / খেলা ধুলা / কালকের ম্যাচে কি রেকর্ড করলেন কোহলি এবং ধোনি? জানুন!

কালকের ম্যাচে কি রেকর্ড করলেন কোহলি এবং ধোনি? জানুন!

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে ভারত, তবুও কালকের ম্যাচেই বিরাট কোহলি এবং এম এস ধোনি, আন্তর্জাতিক টি-20 ম্যাচে কয়েকটি রেকর্ড করে ফেলেছেন। আসুন দেখে নিই তারা কোন কোন রেকর্ড স্পর্শ করলেন-
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি চার: বিরাট কোহলি আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান তিলকারত্নে দিলশানের সর্বোচ্চ চার মারার রেকর্ড স্পর্শ করলেন। উভয়ই এখন পর্য্যন্ত আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 223 টি চার মেরেছেন।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি 50 প্লাস স্কোর: আন্তর্জাতিক টি-20 তে সবচেয়ে বেশিবার 50+ স্কোর করার কৃতিত্ব এখন যুগ্মভাবে বিরাট কোহলি এবং রোহিত শৰ্মার দখলে। উভয়ই টি-20 ক্রিকেটে 20 টি পঞ্চাশ+ স্কোর করেছেন। কোহলি মোট শতক করায় পিছিয়ে আছেন, রোহিত শর্মার থেকে।আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত কোহলি একটি শতক হাঁকিয়েছেন যেখানে রোহিত শর্মার চারটি শতক আছে।
প্রথম ভারতীয় হিসাবে 350 টি ছক্কা: প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে এমএস ধোনি, 350টি আন্তর্জাতিক ছক্কা মারার কৃতিত্ব অর্জন করলেন। তার নামের পাশে এখন পর্যন্ত 352 টি ছক্কা রয়েছে- 78টি টেস্ট, 233টি ওয়ানডে ও 22টি টি-টোয়েন্টিতে।
একই বিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশিবার 50+ স্কোর: একই প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি 50+ স্কোর এখন বিরাট কোহলির দখলে, তিনি কূশল পেরেরার রেকর্ড অতিক্রম করলেন। শ্রীলঙ্কান পেরারা বাংলাদেশের বিপক্ষে 50 বা তার বেশি স্কোর পাঁচ বার করেছেন। কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয়টি 50+ স্কোর করে পেরেরার রেকর্ড ভেঙে দিলেন।
চতুর্থ, পঞ্চম ভারতীয় হিসাবে 50টি টি-20 ছক্কা: এমএস ধোনি ও বিরাট কোহলি উভয়ই আন্তর্জাতিক টি-20 ম্যাচে 50 টি ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করলেন। ধোনি 85 টি ইনিংস খেলে চতুর্থ ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন। কোহলি পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে 62 ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন। অন্যান্য যেসব ভারতীয় ব্যাটসম্যানদের, আন্তর্জাতিক টি-20 ম্যাচে 50টি ছক্কা মারার কৃতিত্ব আছে, তারা হলেন রোহিত শর্মা, যুবরাজ সিং এবং সুরেশ রায়না।

Check Also

মৃত্যুপুরী স্পেনে একদিনে রেকর্ড ৮৩৮ জনের মৃত্যু, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬৫২৮ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত স্পেন। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। …

করোনা পরিস্থিতির মধ্যেই চাকরি হারাতে চলেছেন ১০ হাজার ৩২৩ শিক্ষক

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশর নাগরিকদের জীবনে অন্ধকার নেমে এসেছে। সেই সময় …

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের দোরগোড়ায়, মৃত্যু হয়েছ ৩০ হাজার ৮৭৯ জনের

নিউজ ডেস্ক: গোটা বিশ্বে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়ে থরহরি কম্প গোটা …

ভারতে আরও ১৯৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মোট আক্রান্ত ৯৩৩, মৃত ২০

নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনে …

সমাজসেবী সংগঠন ‘ইমসে’ এর উদ্যোগে চলছে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা অভিযান ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সমাজসেবী সংগঠন ইমসে এর ডিরেক্টর ডঃ উজ্জ্বয়নী হালিমের উদ্যোগে বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর …

করোনা আপডেট: বিনামূল্যে চার লক্ষ্য গৃহহীন ও অভাবী মানুষকে খাবার দেবে দিল্লি সরকার

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন। ফলে প্রবল …

ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ১৩৬, মৃত বেড়ে ২০, সেরে উঠেছেন ৭৩ জন

নিউজ ডেস্ক: এই মূহুর্তে ইতালি বা চীন কে ছাপিয়ে গিয়েছে আমেরিকার আক্রান্তের সংখ্যা। মৃত্যু মিছিল …