Breaking News
Home / পশ্চিমবঙ্গ / কালকেই পাঠানোর শেষ তারিখ, রাজ্যের মাদ্রাসাগুলোতে শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর শূন্যপদ জানাতে নির্দেশ ডিএমইর

কালকেই পাঠানোর শেষ তারিখ, রাজ্যের মাদ্রাসাগুলোতে শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীর শূন্যপদ জানাতে নির্দেশ ডিএমইর

নিউজ ডেস্ক: কয়েক বছর রাজ্যের মাদ্রাসাগুলোতে আইনি জটিলতার কারণে শিক্ষক নিয়োগ করা হয় নি। এর ফলে বহু মাদ্রাসায় শিক্ষক-শিক্ষিকার ঘাটতি দেখা দিয়েছে। আইনি জটিলতা কেটে সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন।

রাজ্যে ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনের অধীনে যে সমস্ত মাদ্রাসা রয়েছে, তাতে কতজন শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী পদ শূন্য রয়েছে, তা জানতে নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর।

এর আগে গত ২৪ অক্টোবর এমন নির্দেশিকা জারি করেছিল ডিএম। কিন্তু তাঁর পরেও অনেক মাদ্রাসা সঠিক তথ্য প্রদান না করায় আবার বিজ্ঞপ্তি জারি করে দপ্তর। কালকেই পাঠানোর শেষ তারিখ।

আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে মাদ্রাসাগুলিতে কতজন শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন সেই তথ্য জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমই সূত্রের খবর, সিনিয়র হাইমাদ্রাসা, জুনিয়র হাই, সিনিয়র মাদ্রাসা উচ্চ মাধ্যমিক রেককনাইজড গভর্নমেন্টে এডেড মাদ্রাসা গুলির প্রধানশিক্ষক এবং সুপারিন্টেনডেন্টদেরকে এই তথ্য জানাবেন।

Check Also

‘রাজ্যের ২২ জেলায় ২২টি “ডেডিকেটেড” নভেল করোনা হাসপাতাল তৈরি’, বড় সিদ্ধান্ত মমতার

নিউজ ডেস্ক: করোনা রুখতে প্রথম থেকেই বড় উদ্যোগ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এবার আরও বড় …

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে এক রোগিণীর মৃত্যু

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হল আর একজনের। এটি নিয়ে রাজ্যে করোনায় মৃতের …

বিদেশ যোগ নেই, ট্রেনে চেপেই অফিসে যেতেন, করোনায় আক্রান্ত শেওড়াফুলির বাসিন্দা, আতঙ্কিত পরিবার 

নিউজ ডেস্ক: রাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। হুগলি জেলার শেওড়াফুলির বাসিন্দা এক প্রৌঢ়র …

করোনার থাবায় জীবন ও জীবিকা বিপর্যস্ত গৃহশিক্ষকদের, রাজ্যের মুখাপেক্ষী গৃহশিক্ষকরা

নিউজ ডেস্ক: সাম্প্রতিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনে বিপর্যস্ত দেশ থেকে বিদেশের মানুষ ও অর্থনীতি। প্রভাব …

আরও ২ জনের শরীরে থাবা বসলো করোনা , বাংলায় আক্রান্ত বেড়ে ১৭

নিউজ ডেস্ক: ফের করোনার গ্রাসে বাংলা৷ বাংলার আরও দু’জনের দেহে মিলল করোনা ভাইরাসের হদিস৷ করোনা …

সমাজসেবী সংগঠন ‘ইমসে’ এর উদ্যোগে চলছে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা অভিযান ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সমাজসেবী সংগঠন ইমসে এর ডিরেক্টর ডঃ উজ্জ্বয়নী হালিমের উদ্যোগে বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর …

করোনার জের: উচ্চ মাধ্যমিকের প্রজেক্ট জমার কাজ বাতিল

নিউজ ডেস্ক: আগেই স্থগিত করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করোনার জেরে এবার স্থগিত করা হল …

Leave a Reply

Your email address will not be published.