নিউজ ডেস্ক: আমরা জানি সাধারণত মানব দেহের একটি কিডনির ওজন হয় ১২০ থেকে ১৫০ গ্রাম। কিন্তু সেটা যদি ৭.৪ কেজি হয়, তবে তা সত্যিই অবাক লাগে। কারণ কিডনির ওজন ৭.৪ কিলো! ভাবাই যায়না। সম্প্রতি চিকিৎসকরা একজন রোগীর দেহ থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৭.৪ কেজি ওজনের একটি কিডনি অপসারণ করেছে। মনে করা হচ্ছে, এটিই ভারতে সর্বোচ্চ ওজনের কিডনি।
জানা গিয়েছে, একজন রোগী বিশেষ এক ধরণের কিডনি রোগে ভুগছিলেন, যার ফলে সমগ্র কিডনিতে সিস্ট তৈরি হচ্ছিল। অস্ত্রোপচারের সাথে যুক্ত এক চিকিৎসক জানিয়েছেন, এই ধরণের রোগে যারা ভুক্তভোগী তাদের কিডনির আকার স্বাভাবিক থেকে অনেকটাই বড় হয়ে থাকে।
দিল্লীর শ্রী গঙ্গা রাম হাসপাতালের চিকিৎসক সাচিন কাঠুরিয়া জানিয়েছেন, ওই রোগীর কিডনিতে সংক্রমণ হওয়ার ফলে অভ্যন্তরীণ রক্তপাত হচ্ছিল। সেজন্যই কিডনি অপসারণ করা হয়েছে। না হলে বড় সমস্যা হতে পারত।
চিকিৎসক সাচিন কাঠুরিয়া বলেন, ‘ওই রোগীর একটি খারাপ ইনফেকশন হয়েছিল যেটি অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছিল না। এছাড়া কিডনির আকার অনেক বড় হওয়ায় শ্বাস-প্রশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। ফলে একটি কিডনি অপসারণ না করে উপায় ছিল না। অপারেশনের সময় চিকিৎসকরা ধারণা করেছিলেন যে কিডনির আকার বড় হবে। কিন্তু এতো বড় কিডনি হবে তা ভাবা হয়নি।’
সাচিন কাঠুরিয়া আরও বলেন, ‘তার আরেকটি কিডনি আরো বড়।’
জানা গিয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী সর্বোচ্চ ওজনের কিডনি ৪.৫ কেজি। যদিও ইউরোলজির বিভিন্ন জার্নালে এর চেয়ে বড় আকারের কিডনির রেকর্ড পাওয়া গিয়েছে। আমেরিকায় ৯ কেজি এবং নেদারল্যান্ডসে ৮.৭ কেজি ওজনের কিডনির কথা জানা গিয়েছে।