Breaking News
Home / ভারত বর্ষ / উত্তাল সংসদ, বিরোধীদের প্রবল হট্টগোল, চাপে উন্নাও-এর বিজেপি বিধায়ক কুলদ্বীপ সিং সেঙ্গারকে বরখাস্ত করল বিজেপি

উত্তাল সংসদ, বিরোধীদের প্রবল হট্টগোল, চাপে উন্নাও-এর বিজেপি বিধায়ক কুলদ্বীপ সিং সেঙ্গারকে বরখাস্ত করল বিজেপি

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: উত্তাল সংসদ, বিরোধীদের প্রবল হট্টগোল, ধর্ণা, ইন্ডিয়া গেটে জমায়েত, ফলে বাধ্য হয়ে উন্নাও-এর বিজেপি বিধায়ক কুলদ্বীপ সিং সেঙ্গারকে বরখাস্ত করল বিজেপি। গতকাল নিগৃহীতার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় দেশজুড়ে প্রতিবাদ। বিরোধী থেকে সাধারণ মানুষের অভিযোগ, বিজেপি বিধায়ক কুলদ্বীপ সিং সেঙ্গার কারসাজি করে এই দুর্ঘটনা ঘটিয়েছে। 

উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বনতন্ত্র দেব সিং জানিয়েছেন, সেঙ্গারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নিচ্ছে বিজেপি। আইন আইনের পথেই চলবে। সেঙ্গারের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার দুটি অভিযোগেরই তদন্ত করছে সিবিআই। অপরাধ প্রমাণিত হলে অপরাধী শাস্তি পাবেই। খবরে প্রকাশ, এই ঘটনার কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে চিঠি দিয়েছিলেন ওই নির্যাতিতা। সেখানে তিনি জানিয়েছিলেন, ‘কিছুলোক আমাকে বারবার হুমকি দিচ্ছে। যারা এইভাবে আমাকে হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে দয়া করে ব্যবস্থা নিন। তাঁরা আমার বাড়িতে আসছে এবং মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দিয়ে চলছে। তাঁরা আমাকে, শাসাচ্ছে, মামলা না তুললে ভুয়ো মামলায় গোটা পরিবারকে জেলে ঢুকিয়ে দেবে।’

Check Also

নিজে গুলি খেয়েও নেতাজিকে বাঁচিয়েছিলেন কর্নেল নিজামুদ্দিন, ঠাঁই মেলেনি ইতিহাসের পাতায়!

নিউজ ডেস্ক: নামের আগে কর্নেল থাকলেও তিনি সেনাবাহিনীর কেউ নন। ভারতের স্বাধীনতার অন্যতম পুরোধা নেতাজি …

জমা পড়ল লিখিত অভিযোগ, ৪০০ স্কুল শিক্ষকের ব্যাপারে তদন্তে পর্ষদ, হতে পারে দৃষ্টান্তমূলক শাস্তি!

নিউজ ডেস্ক: স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন পড়ানোর বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই সরব ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট …

বড় ভাঙন বিজেপিতে, অন্তত ৬০০ জন বিজেপির নেতা-কর্মীর তৃণমূলে যোগদান!

নিউজ ডেস্ক: আবার ভাঙন গেরুয়া শিবিরে। এবার বিজেপির বড় ভাঙন হল হুগলিতে। কলকাতার মেয়র তথা …

এবার সিএএ-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ

নিউজ ডেস্ক: এবার কেন্দ্রীয় সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করছেন …

‘আমরা বুঝতেই পারছি না ভারত কেন সিএএ পাশ করল, এতে ভারতের জনগণকেই সমস্যায় পড়তে হচ্ছে’ শেখ হাসিনা

নিউজ ডেস্ক: সংসদের দুই কক্ষেই পাস হয়েছে সংশোধিত নাগরিকত্ব বিল। রাষ্ট্রপতিও স্বাক্ষর করে ফেলেছেন। ফলে …

জয়েন্ট এন্ট্রান্স মেন: ১০০/১০০! বাজিমাত ৯ পড়ুয়ার

নিউজ ডেস্ক: শুক্রবার প্রকাশিত হয়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা মেনের ফলাফল। এবছর সারা ভারত জুড়ে জয়েন্ট …

খাদ্য সুরক্ষাকার্ডে বাবার নাম উল্লেখ করা হয়েছে KKR NIGHT RIDERS, কোথাও বা বাল ব্রহ্মচারী, ক্ষুব্ধ গ্রাহকরা

নিউজ ডেস্ক: এর আগে পদবি, বয়স এসবের গোলমাল তো হতই৷ ভুল দেখা যেত ঠিকানাতেও৷ কিন্তু …