Breaking News
Home / ভারত বর্ষ / ইংরেজিতে ১০০, বিজ্ঞানে ৯৬ ও সংস্কৃতে ৯৭ তার পরেই মৃত্যু: স্টিফেন হকিংয়ের মতো হওয়া হল না বিনায়কের

ইংরেজিতে ১০০, বিজ্ঞানে ৯৬ ও সংস্কৃতে ৯৭ তার পরেই মৃত্যু: স্টিফেন হকিংয়ের মতো হওয়া হল না বিনায়কের

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: ছোট থেকেই ছিল বড় স্বপ্ন। ইচ্ছা ছিল স্টিফেন হকিংয়ের মতো হওয়া। সেইমত চেষ্টাও ছিল খুব। কিন্তু মাঝপথে বাঁধ সাধল কঠিন রোগ। ফলে স্বপ্ন সফল হলনা নয়ডার ক্লাস টেনের বিনায়ক শ্রীধরের। নয়ডার একটি নামী বেসরকারি স্কুলে পড়ত বিনায়ক। বিনায়কের স্বাস্থ্য নিয়ে বাড়ির লোকজনের একটা দুশ্চিতা ছিল বরাবরই। ছোট থেকেই স্নায়ুর কঠিন রোগে ভুগছিল সে। কিন্তু সিবিএসই-র ক্লাস টেনের পরীক্ষা চলাকালীনই যে কঠিন রোগে তার মৃত্যু হবে, তা কেউ কল্পনাই করতে পারেনি। তিনটি পরীক্ষা দিতে পেরেছিল সে। তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে বিনায়ক।

সোমবার সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হতেই চমক। বিনায়ক যে তিনটি পরীক্ষা দিয়েছিল সব ক’টিতেই তাক লাগানো ফল। প্রত্যেকটির নাম্বার ১০০-র কাছাকাছি। ফলে শোকে ভেঙে পড়েছে কিশোরের পরিবার সহ স্কুলের শিক্ষকরাও। বিনায়ক ইংরেজিতে পেয়েছে ১০০, বিজ্ঞানে ৯৬ ও সংস্কৃতে ৯৭।

ছেলের ফল দেখে কেঁদে ফেলেন বিনায়কের মা। তিনি বলেন, “ছোট থেকেই ছেলে বলত সে স্টিফেন হকিংয়ের মতো হবে। সারাক্ষণ বিজ্ঞান নিয়ে থাকতে ভালবাসত।” সঙ্গে তিনি আরও যোগ করেছেন, স্নায়ুর কঠিন রোগ ছিল ছোট থেকেই। চিকিৎসকরাও বলেছিলেন, বেশিদিন বাঁচার সম্ভাবনা নেই। কিন্তু পরীক্ষার মাঝপথেই যে সকলকে ছেড়ে চলে যাবে বিনায়ক, তা পরিবার বুঝতে পারেনি।

Check Also

আদৌ কি এ বছরের মধ্যে সম্পন্ন হবে এসএসসির নিয়োগ প্রক্রিয়া? চিন্তায় হবু শিক্ষকরা!

নিউজ ডেস্ক: করোনার জেরে গোটা বিশ্বেরই অর্থনীতির বেহাল দশা। দেশের আর্থিক অবস্থাও ভালো নয়। দেশজুড়ে …

প্রত্যেক দেশবাসীকে অন্তত একশো টাকা করে অনুদান হিসেবে দান করার আর্জি জানালেন আশা ভোঁসলে

নিউজ ডেস্ক: করোনা ভাইরাস মোকাবিলায় সিনেজগতের নামজাদা তারকারা ইতিমধ্যেই তাদের সামর্থ অনুযায়ী অর্থের অনুদান করেছেন …

লকডাউন পরিস্থিতিতে অসহায় দুঃস্থ পরিবারের হাতে খাদ্যদ্রব্য সামগ্রী তুলে দিল হেল্প কেয়ার সোসাইটি

নিউজ ডেস্ক: লকডাউন পরিস্থিতিতে অসহায় দুঃস্থ পরিবারের হাতে খাদ্যদ্রব্য সামগ্রী তুলে দিল নদীয়া জেলার হাঁসখালী …

লকডাউনের ফলে চরম বিপাকে গৃহশিক্ষকরা, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পেশ!

নিউজ ডেস্ক: সাম্প্রতিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনে বিপর্যস্ত দেশ থেকে বিদেশের মানুষ ও অর্থনীতি। প্রভাব …

তাবলিগ জামাত সদস্যের বিরুদ্ধে দুর্ব্যবহার ও থুথু ছেটানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: এইমস কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক: দিল্লীর নিজামুদ্দিনের ঘটনার পর অল্পবয়সী এক তাবলিগ জামাত সদস্য রায়পুর এইমসে ভর্তি হয়েছিলেন। …

লকডাউনের জেরে আয় তলানিতে, ছাঁটাই হবে কি সরকারি কর্মীদের বেতন? উঠছে প্রশ্ন!

নিউজ ডেস্ক: করোনা সঙ্কটের জেরে দেশে চলছে লকডাউন। এভাবে চললে দেশের অর্থনীতির যে চরম ধাক্কা …

মুখ্যমন্ত্রীর আপদকালীন রিলিফ ফান্ডে‌ ১,০০,০০০ টাকা অনুদান বর্ধমান ফুডিস ক্লাবের

বর্ধমান: প্রায় ২৫০০ এরও বেশি পরিবারকে রেশন বিলি করা, প্রতিদিন প্রায় ১০০০ করে রুটি বিতরণ …