নিউজ ডেস্ক: দীর্ঘ দিন ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্নেহের ‘কানন’। কিছুদিন আগে একরকম অভিমানেই মুকুল রায়ের হাত ধরে দল বদল করে নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে। যদিও সেখানে মন বসেনি। জল্পনা চলছে খুব শীঘ্রই ফিরে আসবেন পুরোনো দলে। সেই জল্পনা আরও বাড়িয়ে তুলছেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কবে বিজেপি ছাড়ছেন শোভন-বৈশাখী?
শনিবার বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিকরা দিলীপ ঘোষকে শোভন-বৈশাখী সংক্রান্ত প্রশ্ন করলে, তিনি এই বিষয়ে কিছুটা উদাসীনতা দেখান, তারপর বলেন, ‘বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা কতই বা ছিল? জবরদস্তি করে তো কাউকে পার্টি করাতে পারি না। কেউ বাচ্চা ছেলে নয় যে ললিপপ দিয়ে দলে নিয়ে এসেছি। ওঁরা কী করবেন সেটা ব্যক্তিগত ব্যাপার।’ এরপর দিলীপ ঘোষ আরও বলেন, ‘আমাদের মন বড়, দরজা খোলা। অনেকেই আসছেন, তবে সবাই তো আর নেতা নন। কেউ কেউ সাধারণ কর্মী। ওঁরাও তো কেউ নেতা পদমর্যাদার নন।’
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে শোভন-বৈশাখীর বিজেপিতে থাকা বা তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না তা তাঁর কথার মধ্যেই স্পষ্ট।