Breaking News
Home / চাকরির খবর / আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ ও আমরণ অনশন শুরু করল কয়েকশ হবু শিক্ষক

আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ ও আমরণ অনশন শুরু করল কয়েকশ হবু শিক্ষক

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: এসএসসির মাধ্যমে উচ্চ প্রাথমিকে আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ ও আমরণ অনশন শুরু করল কয়েকশ হবু শিক্ষক। শিক্ষক নিয়োগের দীর্ঘ টালবাহানায় বার বার বড় রকমের আন্দোলন দেখেছে রাজ্যবাসী। কাল বৃষ্টির মধ্যেও কয়েকশ হবু শিক্ষক আন্দোলন চালিয়ে গিয়েছিল।
এই ঝড় বৃষ্টির রাতেও অনশন-কারী হবু শিক্ষকরা নিজেদের দাবি আদায়ের জন্য খোলা আকাশের নিচে ঠাণ্ডার মধ্যে পড়ে আছে। গতকাল উচ্চ প্রাথমিকের দ্বিতীয় ফেজে ডাক পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেটা এখনও ওয়েবসাইটে আপলোড করা হয় নি। কমিশনের এই বার বার প্রতিশ্রুতি ভঙ্গ ভালো চোখে দেখছে না হবু শিক্ষকরা।
তারা বলছেন, অনেক হয়েছে , আর নয়, তাদের দাবি যতক্ষণ কমিশন অপ টু ডেট ভ্যাকান্সি অনুযায়ী নিয়গ কিরবে না, তারা এই আন্দোলন আন্দোলন চালিয়ে যাবে।

প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক বার বার দেখা দিচ্ছে। প্রতি বছর নিয়োগ ও স্বচ্ছতার সাথে পরীক্ষার দাবি জানিয়ে বারে বারে আন্দোলনে নামতে দেখা গিয়েছে রাজ্যের হবু শিক্ষকদের।
বৃহস্পতিবার নবম-দশম, একাদশ-দ্বাদশ ও ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশনে অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে প্রেসক্লাবের সামনে গত কাল থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিল রাজ্যের কয়েক হাজার হবু শিক্ষক। অনশনকারীরা জানিয়েছেন যতক্ষণ না হবু শিক্ষকদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে স্কুল সার্ভিস কমিশন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী অপার প্রাইমারিতে শূন্যপদ 13 হাজার 80টি কিন্তু চাকরী প্রার্থীদের মতে এটা অনেক আগের হিসাব দীর্ঘ 5 বছর অপার প্রাইমারীতে নিয়োগ হয় নি, স্কুল গুলি শিক্ষকের অভাবে ধুঁকছে। পঠন-পাঠন বিশাল ভাবে ব্যাহত হচ্ছে। তাদের দাবি আপডেট শূন্যপদ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেই ক্ষেত্রে শূন্যপদ অনেক বাড়বে।
দেখা যাক আজকের এই আন্দোলন সকারের টনক নাড়ায় কিনা!

Check Also

রাজ্যে করোনা আক্রান্ত হয়ে এক রোগিণীর মৃত্যু

নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু হল আর একজনের। এটি নিয়ে রাজ্যে করোনায় মৃতের …

করোনাতে আক্রান্ত হয়ে আমেরিকায় ১ লক্ষ থেকে ২ লক্ষ লোক মারা যেতে পারেন! 

নিউজ ডেস্ক: এখনও পর্যন্ত আমেরিকাতে ২৪৮৪ জন মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে। আমেরিকায় ১৪২,০৭০ জনের …

বিদেশ যোগ নেই, ট্রেনে চেপেই অফিসে যেতেন, করোনায় আক্রান্ত শেওড়াফুলির বাসিন্দা, আতঙ্কিত পরিবার 

নিউজ ডেস্ক: রাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। হুগলি জেলার শেওড়াফুলির বাসিন্দা এক প্রৌঢ়র …

মৃত্যুপুরী স্পেনে একদিনে রেকর্ড ৮৩৮ জনের মৃত্যু, দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬৫২৮ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনাভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত স্পেন। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। …

করোনা পরিস্থিতির মধ্যেই চাকরি হারাতে চলেছেন ১০ হাজার ৩২৩ শিক্ষক

নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের জেরে যখন গোটা দেশর নাগরিকদের জীবনে অন্ধকার নেমে এসেছে। সেই সময় …

করোনার থাবায় জীবন ও জীবিকা বিপর্যস্ত গৃহশিক্ষকদের, রাজ্যের মুখাপেক্ষী গৃহশিক্ষকরা

নিউজ ডেস্ক: সাম্প্রতিক মহামারী করোনা ভাইরাস সংক্রমনে বিপর্যস্ত দেশ থেকে বিদেশের মানুষ ও অর্থনীতি। প্রভাব …

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষের দোরগোড়ায়, মৃত্যু হয়েছ ৩০ হাজার ৮৭৯ জনের

নিউজ ডেস্ক: গোটা বিশ্বে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার ভয়ে থরহরি কম্প গোটা …