Breaking News
Home / কোলকাতা / আপারের নিয়োগ দুর্নীতি এবং আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক!

আপারের নিয়োগ দুর্নীতি এবং আপডেট ভ্যাকান্সিতে নিয়োগের দাবিতে বৃহত্তর আন্দোলনের ডাক!

নিউজ ডেস্ক: কিছুদিন আগেই প্রকাশ হয়েছিল আপার প্রাইমারীর প্রভিশোনাল মেধা তালিকা। চাকুরী প্রার্থীরা বলছেন চরম দুর্নীতি করা হয়েছে তাঁতে। এরই প্রতিবাদে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছে DYFI এবং আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ। আগামী কাল অর্থাৎ ১৪-ই নভেম্বর, এই আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিকাশ ভবন অভিযানে DYFI এর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। DYFI এর তরফ থেকে আপারের দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান আন্দোলন সফল করতে সকল চাকরি প্রার্থীদের দলে দলে যোগদান করার আহ্বান করা হচ্ছে।

অনেকগুলো দাবি নিয়ে হতে চলেছে এই অভিযান আন্দোলন। তবে মূল দাবিগুলো হল-

১) ইন্টারভিউ দেওয়া সমস্ত চাকরি প্রার্থীর নাম প্রভিশোনাল মেধা তালিকায় যুক্ত করে, রেক্টিফাইড মেধা তালিকা প্রকাশ করতে হবে।

২) দীর্ঘ পাঁচ বছর আপার প্রাইমারী লেভেলে নিয়োগ হয়নি। তাই নিউ সেট আপ স্কুল সহ সমস্ত খালি হওয়া শূন্যপদ যুক্ত করে স্বচ্ছ মেধা তালিকার মাধ্যমে দ্রুততার সাথে আপার প্রাইমারীতে শিক্ষক নিয়োগ করতে হবে।

৩) বিভিন্ন বিষয় টেনটেটিভ ভ্যাকান্সির থেকে ফাইনাল ভ্যাকান্সি কমেছে, যদিও দীর্ঘদিন অপারে কোনো নিয়োগ হয়নি। তাহলে কি করে শূন্যপদ কমে গেল? এটা কি করে সম্ভব? টেনটেটিভ ভ্যাকান্সির থেকে ১টিও ভ্যাকান্সি কমানো যাবে না।

এই সমস্ত দাবি নিয়ে আগামী কাল হতে চলেছে ব্যাপক জমায়েত। সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থী দের দলে দলে এই আন্দোলনে যোগদান করার চেষ্টা অনুরোধ করছে DYFI এবং আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ।

এছাড়া আপার প্রাইমারিতে কি ১:১.৪ অনুপাতের কথা এসএসসি মানেনি বলে অভিযোগ করেছেন চাকরি প্রার্থীদের একাংশ। এই বিষয়টি কোর্টের সামনে তুলে ধরতে চাইছেন তাঁরা। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যেতে চাইছেন তাঁরা। এখন দেখার বিষয়টি কি করে সামাল দেয় কমিশন। 

Check Also

অসীম দাশগুপ্তর বিধিবহির্ভূতভাবে একের পর এক শিক্ষক নিয়োগের ফলেই আজ এই সমস্যা: শিক্ষামন্ত্রী

ডায়মন্ডহারবার: ন্যায্য বেতন এবং নির্দিষ্ট বেতন কাঠামোর দাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে ধর্ণা এবং অনশন …

স্টাফ প্যাটার্ন বিভ্রাট সহ একাধিক দাবির সমাধানের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী!

নিউজ ডেস্ক: স্টাফ প্যাটার্ন সহ একাধিক বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের …

দয়া করে ঘরে বসে থাকবেন না, চলে আসুন, আগামী চার-পাঁচ দিন হয়তো আমাদের জন্য আনবে আলো, কাতর আবেদন আন্দোলনকারী পার্শ্ব শিক্ষকদের!

নিউজ ডেস্ক: ন্যায্য বেতন এবং নির্দিষ্ট বেতন কাঠামোরদাবিতে সল্টলেকের বিকাশ ভবনের সামনে ধর্ণা এবং অনশন …

‘ওঁদের শুভবুদ্ধির উদয় হোক, ওঁরা ভুল করছে, এটা ওঁদের স্বাস্থ্যর পক্ষেও ভালো না’, পার্শ্বশিক্ষকদের অনশন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: অবিলম্বে তাঁদের সহকারী শিক্ষকের মর্যাদা দিতে হবে এবং ভাতা দেওয়ার পরিবর্তে বেতন কাঠামোয় …

আমাদের তো রিজার্ভ ব্যাংক নেই, যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিচ্ছি: পার্থ চট্টোপাধ্যায়

নিউজ ডেস্ক: অবিলম্বে তাঁদের সহকারী শিক্ষকের মর্যাদা দিতে হবে এবং ভাতা দেওয়ার পরিবর্তে বেতন কাঠামোয় …

শুরু হয়ে গেল লাগাতার অনশন কর্মসূচি, বড় ঘোষণা পার্শ্ব শিক্ষকদের!

নিউজ ডেস্ক: একাধিক দাবিদাওয়া নিয়ে অনেক দিন ধরেই আন্দোলন চালাচ্ছেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। প্রাথমিক ও উচ্চ …

পার্শ্ব শিক্ষকদের আন্দোলন যেন জন সমুদ্র: ভাতা নয় চাই বেতন কাঠামো, উঠছে কাঠমানি খাওয়ার অভিযোগ!

নিউজ ডেস্ক: পার্শ্বশিক্ষকদের একাধিক দাবিদাওয়া নিয়ে আন্দোলন চলছে অনেক দিন ধরেই। রাজ্য জুড়ে প্রাথমিক ও …

Leave a Reply

Your email address will not be published.