Breaking News
Home / চাকরির খবর / আগামী কাল শুরু হচ্ছে এসএসসির উচ্চ-প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় ফেজের ভেরিফিকেশন প্রক্রিয়া: কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে দেখে নিন

আগামী কাল শুরু হচ্ছে এসএসসির উচ্চ-প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় ফেজের ভেরিফিকেশন প্রক্রিয়া: কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে দেখে নিন

বিশ্ব বার্তা নিউজ পোর্টাল: আগামী কাল শুরু হচ্ছে এসএসসির উচ্চ-প্রাথমিকে নিয়োগের দ্বিতীয় ফেজের ভেরিফিকেশন প্রক্রিয়া। এর পর হবে মৌখিক সাক্ষাৎকার। যারা দ্বিতীয় পর্যায়ে ডাক পেয়েছেন তাদের নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট টেবিলে উপস্থিত হতে হবে। সেই সঙ্গে কিছু জরুরি কাগজপত্র অবশ্যই নিয়ে যেতে হবে। আসুন দেখে নিই, কোন কোন ডকুমেন্টস অবশ্যই দেখাতে হবে- 
 ফটো আইডেনটিটি প্রমান হিসাবে আঁধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর যেকোনো একটি নিয়ে যেতে হবে।
 বয়সের প্রমানপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট নিয়ে যেতে হবে। জন্ম সার্টিফিকেট না থাকলে মাধ্যমিকের এডমিট কার্ড বা সার্টিফিকেট দেখালেও চলবে।
 যারা কোনো ক্যাটাগরির সুযোগ পান তাদেরকে অবশ্যই ক্যাটাগরির সার্টিফিকেট দেখতে হবে। 
 প্রার্থীদেরকে অবশ্যই মাধ্যমিকের, উচ্চ-মাধ্যমিকের এবং স্নাতক পাশের মার্কশীট ও সার্টিফিকেট নিয়ে যেতে হবে।
 বিএড পাশ করা থাকলে, অবশ্যই বিএড এর মার্কশীট ও সার্টিফিকেট দেখাতে হবে সেই সঙ্গে যেখান থেকে বিএড পাশ করেছেন সেটা NCTE এর নথিভুক্ত কিনা, তার প্রমানের সার্টিফিকেটও নিয়ে যেতে হবে।
 যারা বিএলএড পাশ করেছেন তাদের অবশ্যই বিএলএড পাশের মার্কশীট ও সার্টিফিকেট দেখাতে হবে।

এছাড়া আরো কিছু তথ্য যেগুলো না জানলেই নয়, সেগুলো হলো-
 যে ডকুমেন্টস গুলো এসএসসি অফিসে দেখাতে হবে সেগুলো অবশ্যই 24/10/2016 এর আগের হতে হবে।
 প্রাথীদেরকে অবশ্যই সঙ্গে করে ইনটিমেশন লেটার নিয়ে যেতে হবে।
 উপরের সমস্ত ডকুমেন্টসের আসল নিয়ে যেতে হবে সেই সঙ্গে এক কপি করে জেরক্সও নিয়ে যেতে হবে।
 যারা ইনসার্ভিসে তারা অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের কাছে থেকে NOC (No Objection Certificate) নিয়ে নেবেন এবং সেটা ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় দেখাতে হবে। NOC সার্টিফিকেট টি অবশ্যই 24/10/2016 এর পরে নিতে হবে। 
এছাড়া প্রার্থীরা আপ্লিকেশন ফর্মটিও সঙ্গে করে নিয়ে যেতে পারেন।

Check Also

ভারতে আরও ১৯৪ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে, মোট আক্রান্ত ৯৩৩, মৃত ২০

নিউজ ডেস্ক: লকডাউনের মধ্যেই দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনে …

সমাজসেবী সংগঠন ‘ইমসে’ এর উদ্যোগে চলছে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা অভিযান ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক: সমাজসেবী সংগঠন ইমসে এর ডিরেক্টর ডঃ উজ্জ্বয়নী হালিমের উদ্যোগে বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, লাভপুর …

করোনা আপডেট: বিনামূল্যে চার লক্ষ্য গৃহহীন ও অভাবী মানুষকে খাবার দেবে দিল্লি সরকার

নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেছেন। ফলে প্রবল …

ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা বাড়ল ১৩৬, মৃত বেড়ে ২০, সেরে উঠেছেন ৭৩ জন

নিউজ ডেস্ক: এই মূহুর্তে ইতালি বা চীন কে ছাপিয়ে গিয়েছে আমেরিকার আক্রান্তের সংখ্যা। মৃত্যু মিছিল …

ব্রেকিং: করোনাতে আক্রান্ত হলেন খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

নিউজ ডেস্ক: গোটা ইউরোপেই খুব খারাপ ভাবে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এটা এখন গোটা বিশ্বজুড়েই …

এক লাফে বেড়ে গেল ১১৯, ভারতে করোনা পজিটিভের সংখ্যা দাঁড়াল ৭২৭, মৃত ২০

নিউজ ডেস্ক: এই মুহূর্তে ভারত করোনাভাইরাস সংক্রমণ স্টেজ থ্রি-তে না পৌঁছলেও, তা যে কোনও সময় …

করোনা আক্রান্তের সংখ্যা হিসাবে সবাইকে ছাপিয়ে গেল আমেরিকা, একদিনেই মৃত্যু হয়েছে ২০০ জনের

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যার হিসাবে এবার চিন, ইতালিকে ছাড়িয়ে গেল ট্রাম্পের …