নিউজ ডেস্ক: অবশেষে উচ্চ প্রাথমিকের শারীর শিক্ষা / কর্মশিক্ষা বিষয়ের দ্বিতীয় কাউন্সেলিং প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসএসসি শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়ার দিনক্ষণ ঘোষণা করেছে। আজ, অর্থাৎ বুধবার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে কাউন্সেলিংয়ের দিন প্রকাশ করেছে এসএসসি। আগামী ১০ ডিসেম্বর সম্পন্ন হবে এই কাউন্সেলিং প্রক্রিয়া।
কাদের কখন ডাকা হবে, কখন কাউন্সেলিং, কত শূন্যপদ, সমস্ত কিছুই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আগামী ৬ ডিসেম্বর দিয়ে দেওয়া হবে। প্রার্থীরা ওই দিন বিকাল থেকেই ১৪ সংখ্যার রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে কাউন্সেলিংয়ের বিস্তারিত তথ্য জানতে পারবেন। চাকরি প্রার্থীদের কাছে কোনো হার্ড কপি পাঠানো হবে না।